পুরুলিয়া, 27 এপ্রিল : লকডাউনকে ভেঙে অকারণে রাস্তায় বের হওয়ার অভিযোগে তিনদিনে 121 জনকে গ্রেপ্তার করল পুরুলিয়া জেলা পুলিশ l আর গত একমাসে পুরুলিয়ায় গ্রেপ্তার হয়েছে মোট 273 জন l আটক করা হয়েছে 120টি মোটরসাইকেল, 5টি গাড়ি এবং 10টি টোটো l 53 টি মামলা রুজু করা হয়েছে l
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউন শিথিল হতেই বাড়ির বাইরে অকারণে বেরিয়ে পড়ছেন অনেকেই l এভাবে লকডাউন ভাঙার জন্য পুরুলিয়া জেলা পুলিশ গত তিনদিনে একশোরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে l তিনদিনে গ্রেপ্তার করা হয়েছে 121 জনকে l আর লকডাউন জারির পর থেকে পুরুলিয়ায় মোট গ্রেপ্তার হয়েছে 273 জন l আটক করা হয়েছে একাধিক গাড়ি l