পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

NH Road Accident : একদিনে 32 নম্বর জাতীয় সড়কে দু'টি দুর্ঘটনা, মৃত 2 - 32 NH Road

বাইকে সপরিবার বোকারোর দিকে যাচ্ছিলেন ফকির প্রামাণিক ৷ রাঁচি 32 নম্বর জাতীয় সড়কে বাইকে ধাক্কা মারে গ্যাস ট্যাঙ্কার ৷ ঘটনাস্থলে মারা যান তাঁর স্ত্রী ৷ একইদিনে আরেকটি দুর্ঘটনাতেও বাইক-আরোহী প্রাণ হারালেন ওই জাতীয় সড়কে ৷

দুর্ঘটনা দেখে কাঁদতে শুরু করে ছেলেটি
দুর্ঘটনা দেখে কাঁদতে শুরু করে ছেলেটি

By

Published : Sep 8, 2021, 12:58 PM IST

পুরুলিয়া, 8 সেপ্টেম্বর : এক দিনে জোড়া পথদুর্ঘটনা ৷ মারা গেলেন 2 জন ৷ দু'টিই রাঁচি 32 নম্বর জাতীয় সড়কে ৷

গতকাল সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে রায় বাঘিনীর কাছে ৷ একটি গ্যাস ট্যাঙ্কার পিছন দিক থেকে এসে ধাক্কা মারে একটি বাইকে ৷ বাইকে ফকির প্রামাণিক, তাঁর স্ত্রী সোনা প্রামাণিক ও দুই সন্তান ছিল ৷ তাঁরা রাঁচি 32 নম্বর জাতীয় সড়ক দিয়ে বোকারোর দিকে যাচ্ছিলেন ৷ ঘটনাস্থলে মারা যান সোনা প্রামাণিক ৷ তাঁর স্বামী ও সন্তানদের অল্প বিস্তর আঘাত লাগলেও তাঁরা সুস্থ রয়েছেন ৷ তবে ওই দুর্ঘটনা দেখে সোনা প্রামাণিক সন্তান রাস্তায় বসে কাঁদতে থাকে ৷ যা দেখে ভারাক্রান্ত হয়ে ওঠে পথচলতি মানুষ ৷ অনেকে শিশু দু'টিকে কোলে নিয়ে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন ৷ পরে ওই বাচ্চাটির ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে মন খারাপ হয়ে যায় নেট নাগরিকদেরও ৷ পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে ৷

আরও পড়ুন : Digha Fishermen : দিঘায় ট্রলারডুবি, সাঁতরে তীরে পৌঁছলেন 6 মৎস্যজীবী

অন্য একটি ঘটনায় রাত প্রায় 7টা নাগাদ পুরুলিয়া মফস্বল থানার আইমন্ডিতে বাইক ধাক্কা মারে এক পথচারীকে ৷ তাতে বাইক আরোহী ও পথচারী দু'জনেই গুরুতর আহত হন ৷ দুর্ঘটনার পর প্রায় আধ ঘণ্টা ধরে তাঁরা ঘটনাস্থলে পড়ে ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের ৷ পরে স্থানীয়দের সহযোগিতায় এক সিভিক ভল্যান্টিয়ার তাঁদের হাসপাতালে নিয়ে যান ৷

জানা গিয়েছে, হাসপাতালে মারা যান গোলামারার বাসিন্দা বাইক আরোহী অভিজিৎ মাহাতো (36) ৷ আরেক আহত রূদ্রা গ্রামের বাসিন্দা রাজু মাহাতোকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details