পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত 2 - পুরুলিয়ায় লকডাউন জারি

পুরুলিয়ায় দু-জনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । মোট কোরোনায় আক্রান্ত 111 জন । এখনও পর্যন্ত কোরোনায় আক্রান্তের মৃত্যুর খবর পাওয়া যায়নি ।

2 new covid positive
2 new covid positive

By

Published : Jul 14, 2020, 3:18 PM IST

পুরুলিয়া, 14 জুলাই : আবার পুরুলিয়ায় নতুন করে কোরোনা আক্রান্ত 2 । আক্রান্তদের পুরুলিয়া কোভিড হাসপাতালে ভরতি করা হয়েছে । ইতিমধ্যে পুরুলিয়ায় কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 111 জন । তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 94 জন । বাকি 17 জনের চিকিৎসা চলছে । এদিনের আক্রান্তের সন্ধান মিলতেই রাতারাতি এলাকাগুলিকে কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করার পাশাপাশি এলাকাগুলোকে সিল করে দেওয়া হয়েছে । মোতায়েন করা হয়েছে পুলিশ ।

পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা সংক্রমণ এড়াতে সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রাখার ও মাস্ক পরে দৈনন্দিন কাজকর্ম সারার পরামর্শ দেওয়া হচ্ছে । প্রচার চালান হচ্ছে জেলাজুড়ে । জেলার মানুষ অনেকটাই সচেতন হয়ে উঠেছে ।

আজ আবার নতুন করে 242 জনের সোয়াব নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠান হয়েছে । ইতিমধ্যে জেলায় মোট 17456 জনের সোয়াব নমুনা পাঠান হলেও 16461 জনের নেগেটিভ রেজাল্ট এসেছে এবং 111 জনের রিপোর্ট পজিটিভ এসেছে । বাকিদের রিপোর্ট এখন জেলা প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি ।

আজ আবার নতুন করে 4 জনকে আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে । ইতিমধ্যে জেলায় আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে মোট 8 জন । সরকারি কোয়ারানটিন সেন্টারগুলিতে পর্যবেক্ষণে রয়েছে 240 জন এবং হোম কোয়ারানটিনে রয়েছে 4462 জন ।

ABOUT THE AUTHOR

...view details