পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় ট্রাকের ধাক্কায় মৃত দুই - 2 men died in purulia

শনিবার বেলার দিকে রাখমোড় এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিলেন দুই ব্যক্তি ৷ সেই সময়ই দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের ৷

Road accident in purulia
পুরুলিয়া ট্রাকের ধাক্কায় মৃত দুই

By

Published : Jan 5, 2020, 7:11 AM IST

পুরুলিয়া, 5 জানুয়ারি : ট্রাকের ধাক্কায় দুই ব্যক্তির মৃত্যু হল ৷ পুরুলিয়ার জয়পুর থানার পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়কের রাখমোড়ে বেপরোয়া গতির ট্রাক ধাক্কা মারে তাঁদের ৷ মৃত ব্যক্তিদের নাম অঙ্গদ কুমার (56) ও অশোক কুমার (57) ৷ ঘটনায় ট্রাকের চালক ও খালাসিকে আটক করেছে পুলিশ ৷

প্রত্যক্ষদর্শী দীপক কুমার জানান, "গতকাল বেলার দিকে রাখমোড় এলাকায় জাতীয় সড়কের ধারে দাঁড়িয়েছিল অঙ্গদ ও অশোক ৷ সেই সময়ই দ্রুতগতিতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে তাঁদের ৷ ধাক্কায় খানিকটা দূরে ছিটকে গিয়ে পড়েন তাঁরা ৷ ঘটনাস্থানে মৃত্যু হয় দুজনেরই ৷"

পুলিশের অনুমান ঘন কুয়াশার জেরে ঘটেছে দুর্ঘটনাটি ৷ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে পাঠায় পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details