পুরুলিয়া, 19 নভেম্বর: পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ । রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে ৷ এই বিষয়ে আজ সকালে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷
এদিন তিনি বলেন, "বেশ কিছুদিন ধরে আমার কাছে খবর আসছিল যে আমার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন জনকে মেসেজ পাঠানো হচ্ছে । সেখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যবহারকারী পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । তাঁর এক জওয়ান বন্ধু বদলি হয়ে গিয়েছেন ৷ সেই বন্ধুর ব্যবহার করা আসবাবপত্র স্বল্পমূল্যে বিক্রি করে দেওয়া হবে । নিতে চাইলে আগাম টাকা চাওয়া হচ্ছিল ।"
এদিন অভিজিৎবাবু আরও জানান, এর জন্য কারও কাছে 10 হাজার আবার কারও কাছে 20 হাজার করে টাকা নেওয়া হয়েছে । এই ভুয়ো অ্যাকাউন্ট পরিচালনায় ধৃত দু'জনকে রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা করা হবে । এর সঙ্গে একটা চক্র জড়িত রয়েছে বলে খবর আছে ।
একইসঙ্গে সমাজমাধ্যম ব্যবহারকারীদের সচেতন করার উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "এই ফেসবুক অ্যাকাউন্টটি আমার নয় ৷ এই ধরনের কোনও মেসেজ কাউকে আমি পাঠাইনি ৷ তবে এই ধরনের প্রতারণা থেকে সকলে যেন সাবধান থাকবেন ।"