পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জেলা পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা, গ্রেফতার 2 - Financial Fraud by fake Facebook Account

Financial Fraud through Fake Facebook Account: পুলিশ সুপারের নাম করে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা হাতানোর অভিযোগ ৷ অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করল পুরুলিয়া জেলা সাইবার ক্রাইম থানার পুলিশ ৷

Etv Bharat
জেলা পুলিশ সুপারের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগে গ্রেফতার 2

By ETV Bharat Bangla Team

Published : Nov 19, 2023, 5:41 PM IST

পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য

পুরুলিয়া, 19 নভেম্বর: পুলিশ সুপারের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণার অভিযোগ ৷ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করে পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ । রবিবার ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়েছে ৷ এই বিষয়ে আজ সকালে সাংবাদিক বৈঠক করেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় ৷

এদিন তিনি বলেন, "বেশ কিছুদিন ধরে আমার কাছে খবর আসছিল যে আমার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে বিভিন্ন জনকে মেসেজ পাঠানো হচ্ছে । সেখানে বলা হচ্ছে যে অ্যাকাউন্ট ব্যবহারকারী পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় । তাঁর এক জওয়ান বন্ধু বদলি হয়ে গিয়েছেন ৷ সেই বন্ধুর ব্যবহার করা আসবাবপত্র স্বল্পমূল্যে বিক্রি করে দেওয়া হবে । নিতে চাইলে আগাম টাকা চাওয়া হচ্ছিল ।"

এদিন অভিজিৎবাবু আরও জানান, এর জন্য কারও কাছে 10 হাজার আবার কারও কাছে 20 হাজার করে টাকা নেওয়া হয়েছে । এই ভুয়ো অ্যাকাউন্ট পরিচালনায় ধৃত দু'জনকে রবিবার পুরুলিয়া জেলা আদালতে তোলার পর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে । টাকাগুলি উদ্ধার করার ব্যবস্থা করা হবে । এর সঙ্গে একটা চক্র জড়িত রয়েছে বলে খবর আছে ।

একইসঙ্গে সমাজমাধ্যম ব্যবহারকারীদের সচেতন করার উদ্দেশ্যে জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দোপাধ্যায় বলেন, "এই ফেসবুক অ্যাকাউন্টটি আমার নয় ৷ এই ধরনের কোনও মেসেজ কাউকে আমি পাঠাইনি ৷ তবে এই ধরনের প্রতারণা থেকে সকলে যেন সাবধান থাকবেন ।"

সম্প্রতি বিষয়টি সামনে আসার পর পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ গত শুক্রবার এই মর্মে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নামে একটি সুয়োমোটো মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে । তারপরই প্রতারকদের সন্ধান পায় পুলিশ । শনিবার পুরুলিয়া সাইবার ক্রাইম থানার পুলিশ দু'টি দলে বিভক্ত হয়ে দু'জনকে গ্রেফতার করে । একটি দল হাবড়া থেকে রাহুল ঘটক নামে এক যুবককে গ্রেফতার করে । তার বাড়ি হাবড়া থানা এলাকাতেই বলে জানা গিয়েছে । অন্যদিকে, পুলিশের অপর একটি দল ঝাড়খণ্ডের গোমলা থানার তেলেগাঁও থেকে গ্রেফতার করে সন্টু মাঝি নামে এক যুবককে ।

আরও পড়ুন :

1 পুরুলিয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় গ্রেফতার আরও এক

2এমারজেন্সি অ্যালার্ম বাজতেই ধাঁ, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডাকাতির চেষ্টায় গ্রেফতার যুবক

ABOUT THE AUTHOR

...view details