পুরুলিয়া, 11 ফেব্রুয়ারি : সরস্বতী পুজোয় ডিজে বক্সের বাড়বাড়ন্ত রুখতে তৎপর পুরুলিয়া পুলিশ । বৃহস্পতিবার রাতে স্থানীয় বেরাকচা গ্রামে অভিযান চালায় পুঞ্চা থানা পুলিশ । এই অভিযানে ডিজ বক্স বোঝাই গাড়ি-সহ দু‘জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
সরস্বতী পুজোয় পুরুলিয়া শহরে ডিজে বক্সের বাড়বাড়ন্ত লক্ষ্য করা যায় (Purulia Police Seize Dj Box) । ডিজে বক্সের এই যথেচ্ছ ব্যবহার রুখতে এবছর পুলিশ প্রাশাসনের দ্বারস্থ হয়েছিলেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা । বিজ্ঞান মঞ্চের সদস্যদের আশ্বস্ত করেছিলেন পুঞ্চা থানার ওসি । এরপর বৃহস্পতিবার পুরুলিয়ার বোরাকচা গ্রামে অভিযান চালায় পুলিশ । এই অভিযানে একটি ডিজে বক্স বোঝাই গাড়ি-সহ গাড়ির খালাসি ও গাড়ির চালককে গ্রেফতার করে পুলিশ ।