পুরুলিয়া, 2 অগাস্ট : পুরুলিয়া জেলায় বাড়ছে কোরোনায় আক্রান্তের সংখ্যা । 24 ঘণ্টায় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 17 জন । জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা 249 । এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন 154জন । বাকি 94 জন চিকিৎসাধীন । জেলায় আপাতত মোট কনটেনমেন্ট জ়োনের সংখ্যা 68 ।
কোরোনা আক্রান্ত হয়েছেন ঝালদা ব্লক স্বাস্থ্য আধিকারিক । বাকি আক্রান্তরা রঘুনাথপুর, আদ্রা, টামনা, জয়পুর এবং পুরুলিয়া মফস্বল থানা এলাকার বাসিন্দা । পুরুলিয়া শহরের এক বাসিন্দার মৃত্যুর পর তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে । সোমবার থেকে শনিবার রাত পর্যন্ত 84জন আক্রান্ত হয়েছেন । জেলাজুড়ে কোরোনা সংক্রমণ দ্রুত গতিতে ছড়ানোয় উদ্বিগ্ন হয়ে উঠেছে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য দপ্তর l
জেলা প্রশাসনের পক্ষ থেকে কোরোনা সংক্রমণ রুখতে সচেতন করা হচ্ছে সাধারণ মানুষকে । জেলাজুড়ে কোরোনা মোকাবিলায় চালানো হচ্ছে ট্যাবলো-প্রচার । জেলা প্রশাসনের আধিকারিকরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিচ্ছেন । তবুও কোরোনা সংক্রমিতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে পুরুলিয়ায় । ইতিমধ্যে জেলায় কনটেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 68টি । সবকটি এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ । বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে কনটেনমেন্ট জ়োনগুলি ।
জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে জেলায় হোম কোয়ারানটিনে রয়েছেন 4111 জন । আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন 13 জন । জেলার মোট 25 হাজার 164 জনের সোয়াব নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে 23 হাজার 211 জনের রিপোর্ট নেগেটিভ ।