পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে 149 - কোরোনা

পুরুলিয়ায় আরও ন'জনের শরীরে কোরোনা সংক্রমণের খোঁজ মিলল । জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 149 । পাশাপাশি বাড়ল কন্টেনমেন্ট জ়োনের সংখ্যাও ।

Covid 19 situation in purulia
Covid 19 situation in purulia

By

Published : Jul 23, 2020, 1:02 PM IST

পুরুলিয়া, 23 জুলাই : পুরুলিয়ায় কোরোনায় আক্রান্ত হল আরও ন'জন । আক্রান্তরা পুরুলিয়া জেলার হুড়া, সাঁওতালডি, আদ্রা, কাশিপুর, বাঘমুণ্ডি ও ঝালদা থানা এলাকার বাসিন্দা । কোরোনা আক্রান্তের খোঁজ মেলার পরই ওই এলাকাগুলিকে কন্টেনমেন্ট জ়োন হিসেবে চিহ্নিত করা হয়েছে পুরুলিয়া জেলা প্রশাসনের তরফে । ইতিমধ্যেই বাঁশের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছে এলাকাগুলি ।

সব মিলিয়ে জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 149। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছে 106 জন । চিকিৎসাধীন 43 । তবে নতুন করে আক্রান্তের খোঁজ মেলায় আতঙ্ক ছড়িয়েছে জেলাজুড়ে ।

জেলা প্রশাসন সূত্রে খবর, জেলায় আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রয়েছে 11 জন । হোম কোয়ারানটিনে পর্যবেক্ষণে রয়েছে 4 হাজার 444 জন । এখনও পর্যন্ত মোট 20 হাজার 722 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে । যার মধ্যে 19 হাজার 247 জনের রিপোর্ট নেগেটিভ এসেছে ।

এলাকায় মোট কন্টেনমেন্ট জ়োনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 27টি । এরমধ্যে পুরুলিয়া শহরে রয়েছে 7টি কন্টেনমেন্ট এলাকা । জেলার প্রতিটি কন্টেনমেন্ট এলাকায় লকডাউন জারি করা হয়েছে জেলা প্রশাসনের তরফে ।

ABOUT THE AUTHOR

...view details