পুরুলিয়া, 16 সেপ্টেম্বর: তপন কান্দু খুনের ঘটনার (Tapan Kandu Murder) মূল চক্রী শশীভূষণ সিংকে 14 দিনের জন্য সিবিআই হেফাজতে (CBI Custody) পাঠানোর নির্দেশ দিল পুরুলিয়া জেলা আদালত (Purulia District Court) ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (Central Bureau of Investigation) সূত্রে জানা গিয়েছে, পড়শি রাজ্য বিহারের মুজফ্ফরপুর থেকে গ্রেফতার করা হয় শশীভূষণকে ৷ সেখান থেকে শুক্রবার ধৃতকে ট্রানজিট রিমান্ডে পুরুলিয়ায় নিয়ে আসা হয় ৷ পেশ করা হয় আদালতে ৷ সিবিআই-এর আবেদন মেনে ধৃতকে 14 দিনের জন্য তাদের হেফাজতে পাঠান সংশ্লিষ্ট বিচারক ৷ উল্লেখ্য, এখনও পর্যন্ত এই খুনের ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে ৷
উল্লেখ্য, গত 13 মার্চ দুষ্কৃতীদের ছোড়া গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Jhalda Congress Councillor Murder) ৷ প্রাথমিকভাবে, সেই ঘটনার তদন্তে নামে জেলা পুলিশের সিট ৷ খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয় ৷ কিন্তু, পরবর্তীতে নিহতের পরিবারের দাবি মেনে তদন্তভার তুলে দেওয়া হয় সিবিআই-এর হাতে ৷ গত 4 এপ্রিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) এই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ এরপর গত 6 এপ্রিল তপন কান্দু খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ সেদিনই ঝালদায় এসে সিট-এর কাছ থেকে তদন্তভার হাতে নেয় সিবিআই ৷