পুরুলিয়া , 1 জুলাই :পুরুলিয়া শহরের বিলাসবহুল বেসরকারি হোটেলে রমরমিয়ে চলছিল অবৈধ জুয়ার আসর ৷ গোপন সূত্রে সেই খবর পেয়েই ওই হোটেলে অভিযান চালায় পুরুলিয়া সদর থানার পুলিশ ৷ জুয়ার আসর থেকে গ্রেফতার করা হয় 12 জনকে ৷
আরও পড়ুন :জুয়ার আসরে গ্রেফতার চার ব্য়বসায়ী, উদ্ধার 4 লাখ টাকা
পুরুলিয়ার সদর থানার পুলিশের কাছে খবর আসে, মধ্যরাতে পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে একটি বিলাসবহুল হোটেলে বড়সড় জুয়ার আসর বসে ৷ এই তথ্য হাতে আসার পরই আর দেরি করেনি পুলিশ ৷ সঙ্গে সঙ্গে ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ হোটেলের দোতলার 404 নম্বর ঘরে তল্লাশি চালাতেই ঝুলি থেকে বেরিয়ে পড়ে বিড়াল ৷ জানা যায়, ওই ঘরেই চলছিল জুয়ার আসর ৷ 12 জন জুয়াড়িকে বমাল গ্রেফতার করা হয় ৷