পুরুলিয়া, 22 মে : ভিন রাজ্য থেকে ফেরা শ্রমিকদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে রওনা দিয়েছিল বাসটি । কিন্তু মাঝপথে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । আহত হন 12 শ্রমিক ও বাস চালক । পুরুলিয়া-রাঁচি সড়ক সংলগ্ন লাগদা গ্রামের ঘটনা ।
ব্যাঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিলে পুরুলিয়ার 28 জন শ্রমিক । গতকাল সন্ধ্যায় তাঁরা পুরুলিয়ার হুড়া থানা এলাকায় পৌঁছায় । তাঁরা কোটশিলা ও ঝালদার বাসিন্দা । তাই তাঁদের বাড়ি পৌঁছে দিতে জেলা প্রশাসনের তরফে বাসের ব্যবস্থা করা হয় । সেই বাসই আজ সকালে রওনা দেয় । তখনই মাঝপথে লাগদা গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায় । ঘটনায় আহত হয় 12 জন শ্রমিক ও বাস চালক । তাঁদের উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভরতি করা হয় । বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন ।