পুরুলিয়া, 26 ডিসেম্বর: আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে বিতর্কের শেষ নেই। ত্রিস্তরীয় সমীক্ষা শেষে বহু উপভোক্তার নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। তাই আবাস যোজনা প্রকল্পে বাড়ি তালিকা (Pradhan Mantri Awas Yojana List) তৈরি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন পঞ্চায়েত প্রধান-সহ বাকি সদস্যারা ৷ ঘটনাটি পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের ৷ উল্লেখ্য, 11 জন সদস্যের এই পঞ্চায়েতে 8 জন তৃণমূল কংগ্রেস, 2 জন নির্দল ও 1 জন সিপিএম-এর।
এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ মাহাতো বলেন, "আবাস যোজনা প্রকল্পে যে যোগ্য-অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে ও অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই ৷ আবাস প্লাসে বেশ কিছু নাম অটো-রিজেক্ট হয়েছে ৷ কিন্তু তাঁদের নাম কেন বাদ পড়েছে সেই বিষয়ে কোনও সদুত্তর নেই ব্লক প্রশাসনের কাছে। তাই আমরা 11 জন সদস্য আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামিকাল আমরা বিডিও সাহেবের কাছে ইস্তফাপত্র জমা দেব।"
আরও পড়ুন:এবার আবাস যোজনার তালিকায় মিলল অধ্যাপক-শিক্ষকদের নাম, বিক্ষোভ গ্রামবাসীদের