পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

PM Awas Yojana: আবাস যোজনায় গরমিল! বাম-তৃণমূলের গণ ইস্তফার হুমকি - পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লক

আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana) নিয়ে ক্ষোভ! যার জেরে ইস্তফা দেওয়ার হুমকি বিডিওকে ৷ গণ ইস্তফাতে সামিল পঞ্চায়েত প্রধান ৷ তিনি-সহ 11 জন পঞ্চায়েত সদস্যও ইস্তফার দাবি জানিয়েছেন ৷ এই 11 জন সদস্যর মধ্যে সামিল শাসক-বিরোধি শিবির (11 Panchayat Members Decided to Resign) ৷ এমন ঘটনা পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের ৷

PM Awas Yojana
বাম-তৃণমূলের সদস্যদের গণ ইস্তফার হুমকি

By

Published : Dec 26, 2022, 6:59 PM IST

Updated : Dec 26, 2022, 7:32 PM IST

পঞ্চায়েত প্রধান-সহ 11 জন পঞ্চায়েত সদস্যও ইস্তফার দাবি জানিয়েছেন

পুরুলিয়া, 26 ডিসেম্বর: আবাস যোজনা (PM Awas Yojana) নিয়ে বিতর্কের শেষ নেই। ত্রিস্তরীয় সমীক্ষা শেষে বহু উপভোক্তার নাম বাদ পড়েছে সেই তালিকা থেকে। তাই আবাস যোজনা প্রকল্পে বাড়ি তালিকা (Pradhan Mantri Awas Yojana List) তৈরি নিয়ে ক্ষোভ প্রকাশ করে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করলেন পঞ্চায়েত প্রধান-সহ বাকি সদস্যারা ৷ ঘটনাটি পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের ৷ উল্লেখ্য, 11 জন সদস্যের এই পঞ্চায়েতে 8 জন তৃণমূল কংগ্রেস, 2 জন নির্দল ও 1 জন সিপিএম-এর।

এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে পুরুলিয়া জেলার মানবাজার 2 নম্বর ব্লকের বারি জাগদা গ্রাম পঞ্চায়েতের প্রধান অনিমেষ মাহাতো বলেন, "আবাস যোজনা প্রকল্পে যে যোগ্য-অযোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়েছে ও অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়েছে তাতে আমরা সন্তুষ্ট নই ৷ আবাস প্লাসে বেশ কিছু নাম অটো-রিজেক্ট হয়েছে ৷ কিন্তু তাঁদের নাম কেন বাদ পড়েছে সেই বিষয়ে কোনও সদুত্তর নেই ব্লক প্রশাসনের কাছে। তাই আমরা 11 জন সদস্য আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে, আগামিকাল আমরা বিডিও সাহেবের কাছে ইস্তফাপত্র জমা দেব।"

আরও পড়ুন:এবার আবাস যোজনার তালিকায় মিলল অধ্যাপক-শিক্ষকদের নাম, বিক্ষোভ গ্রামবাসীদের

পারণ মাহাতো নামে ওই পঞ্চায়েতের বিরোধী দলের সদস্য বলেন, "আমাদের এখানে আবাস যোজনা তালিকা থেকে যোগ্য-অযোগ্য ব্যক্তিদের নাম ঠিক করার পর আরও নাম ওই তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে ৷ এমনকী তার পরে কারা বাদ পড়বে, তাও আমাদের ঠিক করতে বলা হচ্ছে। যখন আমাদের এই বিষয়ে কোনও কিছু হস্তক্ষেপ করতে দেওয়া হয়নি তখন কেন আমরা এসবের দায় নেব? তাই আমরা ঠিক করেছি সকলে ইস্তফা দেব।"

কৃষ্ণ বরণ সিং সর্দার নামে এক সদস্য বলেন, "আধিকারিকদের দিয়ে যখন সব কিছু হয়েছে তখন তাঁরাই সবকিছু করুক ৷ আমরা কেন দোষী হতে যাব। আমাদের বলা হচ্ছে অযোগ্যদের বাদ দিতে, সেটা আমরা করতে চাই না। শবর পরিবারের সদস্যদের নাম বাদ দেওয়া হচ্ছে সেটা কি ঠিক? 508 জন যোগ্য এবং 41 জন অযোগ্য বিবেচিত হওয়ার পরও বলা হচ্ছে আবার অযোগ্যদের বাদ দিতে। কেন এমনটা ? তাই আমাদের ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত ৷" এই বিষয়ে মানবাজার 2 নম্বর ব্লকের বিডিও গোলাম গওসল আজমকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "এই বিষয়ে আমার কাছে এখনও কোনও চিঠি বা ইস্তফাপত্র জমা পড়েনি।"

আরও পড়ুন:মুর্শিদাবাদে 17 জন পঞ্চায়েত সদস্যের গণ ইস্তফা

Last Updated : Dec 26, 2022, 7:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details