পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় BJP-তে যোগ 815 কর্মীর - Purulia BJP

পুরুলিয়ায় একাধিক এলাকায় দলবদল চলছেই । BJP-তে যোগ দিলেন 815 জন তৃণমূল কর্মী-সমর্থক আবার অন্যদিকে তৃণমূলেও যোগ দেন BJP নেতা-কর্মীরা ।

Purulia
পুরুলিয়া

By

Published : Nov 22, 2020, 7:55 AM IST

পুরুলিয়া, 22 নভেম্বর : পুরুলিয়ায় BJP-তে যোগ দিলেন 815 জন তৃণমূল কর্মী-সমর্থক । তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন BJP-র জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী ৷ অপরদিকে, বরাবাজার পঞ্চায়েত সমিতির পাঁচজন BJP সদস্য তৃণমূলে যোগ দেন ৷

আড়ষা কমিউনিটি হলে পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যা পূর্ণিমা মাঝি সহ এলাকার 400 তৃণমূল কর্মী BJP-তে যোগ দেন ৷ পাশাপাশি, আড়ষা অঞ্চলের প্রাক্তন প্রধান বতীবালা সিং সর্দার সহ 130 জন তৃণমূল সমর্থক, চাটুহাসা অঞ্চলের 210 জন তৃণমূল সমর্থক, রাঙ্গামাটি থেকে 75 জন তৃণমূল সমর্থক এবং কংগ্রেস থেকে 130 জন BJP-তে যোগ দেন । তাঁরা বলেন, "আড়ষা এলাকায় উন্নয়নের কাজ বলতে কিছুই হয়নি । তাই এলাকার ও সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে সকলের মতামত নিয়ে BJP-তে যোগদান করলাম ।"

বরাবাজার পঞ্চায়েত সমিতির BJP সদস্য মৌমিতা সিংহদেব, বিশাখা বাউড়ি, সুমিত্রা মাহাত, সুমতি মাহাত, নিবারণ মাহাত এবং বরাবাজার 2 নম্বর মণ্ডল কমিটির সহ সভাপতি জয়দেব গোস্বামী তৃণমূলে যোগ দেন । তাঁরা বলেন,"BJP-র নিচুতলার কর্মীদের কোন পাত্তাই দেওয়া হয় না । BJP থেকে জয়ী হয়েও এলাকার উন্নয়নমূলক কোনও কাজ করতে পারিনি । তাই তৃণমূলের উপর ভরসা রেখে তৃণমূল শিবিরে যোগদান করলাম ।"

জেলা BJP সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী বলেন, "নরেন্দ্র মোদি ও BJP সরকারের উপর ভরসা করে প্রতিদিনই একাধিক রাজনৈতিক দল থেকে বহু নেতা কর্মী আমাদের দলে যোগ দিচ্ছেন । বিধানসভা নির্বাচনে জেলায় এবার শুধু BJP-র জয়জয়কার হবে।" এদিকে জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু বলেন, "লোকসভা নির্বাচনের আগে BJP-র আসল চেহারাটা সবাই চিনতে পারছে । BJP এলাকার উন্নয়ন কোনওদিন করেনি আর করবেও না । জেলা তথা রাজ্যে তৃণমূলের ব্যতিক্রম কেউ নেই । তাই সেই উন্নয়নের জোয়ারে মানুষ বইতে চাইছে।"

ABOUT THE AUTHOR

...view details