পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake employees in Purulia Municipality : পুরুলিয়া পৌরনিগমে 100 ভুয়ো কর্মীর হদিশ - পুরুলিয়া পৌরনিগমে 100 ভুয়ো কর্মীর হদিশ

ভুয়ো কর্মী নিয়োগের খবরে উত্তপ্ত রাজ্য ৷ এবার পুরুলিয়া পৌরনিগমে 100 জন ভুয়ো কর্মীর খোঁজ পাওয়া গেল (Fake employees in Purulia Municipality) ৷

Purulia Municipality
পুরুলিয়া পৌরনিগম

By

Published : Dec 3, 2021, 10:45 AM IST

পুরুলিয়া, 3 ডিসেম্বর : ভুয়ো কর্মীর হদিশ এবার খাস পুরুলিয়া পৌরনিগমে । পৌর ভোটের আগে এই ঘটনায় সরগরম পুরুলিয়া (Fake employee in Purulia Municipality) । পুরুলিয়া পৌরনিগমের কর্মী হিসেবে প্রতি মাসে 3 হাজার 600 টাকা করে পায় এই কর্মীরা ৷ অথচ বাস্তবে তাদের কোনও অস্তিত্ব নেই এমন 100 জনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুরুলিয়া পৌরনিগম প্রশাসক নবেন্দু মাহালী ।

তিনি জানান, প্রায় দশ বছর ধরে এ ভাবেই চলে আসছে । এতে তাঁর আগের পৌর প্রধানরা মদত দিয়েছেন বলেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন নবেন্দু মাহালী । এতদিনে তিনি পুরুলিয়া পৌরনিগমের প্রশাসক হওয়ার পর এত বড় গলদ প্রকাশ্যে এসেছে বলে দাবি করেছেন বর্তমান প্রশাসক ।

আরও পড়ুন : SSC Group C Recruitment Case : 350 জনের নথি খতিয়ে দেখে চারদিনের মধ্যে বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

এ নিয়ে পুরুলিয়া শহরের বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় দাবি করেছেন, ভুয়ো কর্মীর সংখ্যা 100 নয় আরও অনেক । তিনি বলেন, "ভুয়ো কর্মীর টাকা তৃণমূলের প্রাক্তন কাউন্সিলররা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতেন ।" তিনি তৃণমূলকে 'চোরদের দল' হিসেবে উল্লেখ করে বলে, "এখন এ বলছে ও চোর ৷ ও বলছে তুই চোর, এই অবস্থা ।" একুশের নির্বাচনে পুরুলিয়ার মানুষ যে ভাবে তৃণমূলকে জবাব দিয়েছে, এরপর পৌর ভোটেও সেই ভাবে জবাব দেবে, জানান বিজেপি বিধায়ক ।

পুরুলিয়া পৌরনিগমে ভুয়ো কর্মী নিয়োগের নামে প্রাক্তন কাউন্সিলর, কো-অর্ডিনেটরদের টাকা আত্মসাতের অভিযোগে বেকায়দায় শাসকদল ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details