পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুরুলিয়ায় ট্রাক ও ট্রেলারের সংঘর্ষের জেরে আগুন, মৃত 1 - পুরুলিয়ায় ট্রেলারে আগুন

ট্রাক ও ট্রেলারের সংঘর্ষের জেরে আগুন ৷ মৃত্যু হয়েছে ট্রেলারের চালকের ৷ আহত একজন ৷

1-truck-driver-died-on-road-accident-in-purulia
ট্রাক-ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে আগুন

By

Published : Sep 24, 2020, 11:03 AM IST

পুরুলিয়া, 24 সেপ্টেম্বর : ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হল একজনের ৷ সংঘর্ষের জেরে দুটি গাড়িতেই আগুন লেগে যায় ৷ আহত হয়েছে একজন ৷ পুরুলিয়া শহরের নডিহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ৷

গতরাত দেড়টা নাগাদ পুরুলিয়া-টাটা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ লরি ও ট্রেলারের সংঘর্ষে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল ও পুলিশ । ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ট্রেলার থেকে চালকের দেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্তের জন্য পুরুলিয়া সদর হাসপাতালে দেহ পাঠানো হয়েছে ৷

এলাকার বাসিন্দাদের বক্তব্য, "রাত 10টার পর পুরুলিয়া-টাটা রাজ্য সড়ক দিয়ে ব্যাপক গতিতে গাড়ি যাতায়াত করে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে ৷" দুর্ঘটনার পর থেকে ট্রাকের চালক ও খালাসি পলাতক ৷

ABOUT THE AUTHOR

...view details