পুরুলিয়া, 24 সেপ্টেম্বর : ট্রাক ও ট্রেলারের সংঘর্ষে মৃত্যু হল একজনের ৷ সংঘর্ষের জেরে দুটি গাড়িতেই আগুন লেগে যায় ৷ আহত হয়েছে একজন ৷ পুরুলিয়া শহরের নডিহা এলাকায় দুর্ঘটনাটি ঘটে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে দমকলের একটি ইঞ্জিন পৌঁছায় ৷
গতরাত দেড়টা নাগাদ পুরুলিয়া-টাটা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে ৷ লরি ও ট্রেলারের সংঘর্ষে আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থানে আসে দমকল ও পুলিশ । ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷