পুরুলিয়া, 16 অক্টোবর:মহিষের লড়াই দেখতে গিয়ে প্রথমে গুঁতো এবং পরে তাড়া খেয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির(1 died by Buffalo Attack in Purulia Kara fighting) ৷ মৃতের নাম রথু বাউরি (52)৷ ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার পাড়া থানা এলাকায় হাতিমারার মাঠে(Purulia News)৷ এই ঘটনায় আয়োজক কমিটির এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ৷ বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ৷
প্রধানত কুড়মি সম্প্রদায়ের উদ্যোগে পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হয় এই কাড়া লড়াই (Kara Fight)। কাড়া শব্দের অর্থ পুরুষ মহিষ ৷ দুই মহিষের এই উদ্দাম লড়াই দেখতে ভিড় জমান প্রচুর মানুষ । এই লড়াই দেখতে গিয়ে বহুবার দুর্ঘটনা ঘটলেও টনক নড়েনি প্রশাসনের ৷ রবিবার এই লড়াই দেখতে ভিড় জমান প্রায় চার পাঁচ হাজার মানুষ । কাড়া লড়াই শেষের সময় পরাজিত মহিষটি যখন জয়ী মহিষের ভয়ে প্রাণপণে পালাচ্ছে তখন তার গুঁতোয় ও ভিড়ে পদপিষ্ট হয়ে গুরুতর জখম হন পাড়া থানার নডিহা এলাকার বাসিন্দা রথু বাউরি । এরপর তাঁকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে সেখানে থেকে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি ৷