পুরুলিয়া, 4 জুলাই : পিকআপ ভ্যানের সঙ্গে বাইকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর । গুরুতর আহত হয়েছেন বাইকে থাকা এক শিশু-সহ 4 জন । মর্মান্তিক পথ দুর্ঘটনাটি (Purulia Accident) ঘটেছে পুরুলিয়া-বরাবাজার রাজ্য সড়কের সতসায়েরডি এলাকায় । মৃতের নাম অর্জুন গড়াই (46) । বাড়ি বরাবাজার থানার বেলাবাঁধ গ্রামে । আহতরা পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ।
কেন্দা থানার কইরা গ্রাম থেকে স্ত্রী, পুত্র ও ভাইঝিকে নিয়ে বাইকে করে বেলাবাঁধ গ্রামে ফিরছিলেন অর্জুন গড়াই । সতসায়েরডি এলাকায় পৌঁছতেই উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে ৷ বাইকটি নিয়ন্ত্রণ হারালে তাঁদের ধাক্কা মারে অপর একটি বাইক ৷