পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Mystery Death: নন্দীগ্রামে গুলিবিদ্ধ যুবক, আত্মহত্যা নাকি খুন; তদন্তে পুলিশ - youth mysterious death in Nandigram

রাতের অন্ধকারে নন্দীগ্রামে চলল গুলি (Nandigram shootout) ৷ গুলির আঘাতে প্রাণ গেল এক যুবকের ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷

death body recovered
প্রাণ গেল এক যুবকের

By

Published : Jan 25, 2023, 5:40 PM IST

নন্দীগ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত যুবক

নন্দীগ্রাম, 25 জানুয়ারি: আবারও বোমা-গুলির জেরে খবরের শিরোনামে নন্দীগ্রাম। রাতের অন্ধকারে ঘন কুয়াশার মধ্যে চলল গুলি । ঘটনাস্থলে মৃত্যু হল দিব্যেন্দু মণ্ডল নামে এক যুবকের ৷ ঘটনাটি ঘটেছে নন্দীগ্রাম বিধানসভার এক নম্বর ব্লকের ডি জ্যামতলা গ্রামে । তিনি এলাকায় চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু যুবক-যুবতীর কাছ থেকে টাকা নিয়েছিলেন বলে অভিযোগ (Youth diad in Nandigram)।

জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে অন্ধকারে ঘন কুয়াশার মধ্যে বাড়ি ফিরছিলেন তিনি । বাড়ি পৌঁছনোর অদূরে হঠাৎ গুলির শব্দ শুনতে পায় স্থানীয় বাসিন্দারা । কিছুক্ষণ পরেই প্রতিবেশীরা ছুটে এসে দেখেন গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে দিব্যেন্দু । রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন । দেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে । ঘটনার খবর পেয়ে হাজির হয় নন্দীগ্রাম থানার পুলিশ ।

পুলিশ জানিয়েছে, মৃত যুবক দিব্যেন্দু মণ্ডল ওরফে দেবু'র (42) বাড়ী নন্দীগ্রাম থানার ডি জ্যামতলা গ্রামে । তবে এই ঘটনা আত্মহত্যা, নাকি খুনের ঘটনা, তা এখনও পরিষ্কার নয় । ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ । সূত্রের খবর, নন্দীগ্রামের ডি জ্যামতলা গ্রামের দিব্যেন্দু মণ্ডল ওরফে দেবু চাকরির নেওয়ার নাম করে এলাকার যুবক-যুবতীর কাছ থেকে টাকা নিয়েছিলেন ৷ তবে মৃতের পরিবার থেকে এখনও পর্যন্ত নন্দীগ্রাম থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি ।

তবে দিব্যেন্দুর মেজো ভাই দীপঙ্কর মণ্ডল অভিযোগের সুুরে বলেন, "হঠাৎই গ্রামেরই একজন বাড়িতে ফোন করে জানায় দাদাকে কেউ গুলি করে রাস্তার পাশে ফেলে দিয়ে গিয়েছে । খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখি তাঁকে রক্তাক্ত অবস্থায় একটি টোটোতে তুলছে কয়েকজন । সেই সময় দাদার মাথা থেকে ব্যাপক রক্তক্ষরণ হচ্ছিল । তাঁর মাথায় একটি ছোট্ট গর্ত ছিল, যা দেখে গুলিবিদ্ধ হয়েছে বলেই মনে হচ্ছে ।" এক পুলিশের আধিকারিক বলেন, "ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে । এই মুহূর্তে বেশি কিছু বলা যাবে না ।"

আরও পড়ুন:কেতুগ্রামে তৃণমূল নেতাকে গুলি করে খুন

ABOUT THE AUTHOR

...view details