পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পর্কে 'না' যুবতির, সোশাল মিডিয়ায় ঘনিষ্ঠ মুহূর্তের ছবি পোস্ট প্রেমিকের - images of intimate moment

প্রেমিকের সঙ্গে সম্পর্ক রাখতে চায়নি প্রেমিকা ৷ সেই রোষ থেকে প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করে যুবক৷ অভিযোগ পেয়ে যুবককে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

অভিযুক্ত যুবক

By

Published : Aug 10, 2019, 12:05 PM IST

Updated : Aug 10, 2019, 2:15 PM IST

তমলুক, 10 অগাস্ট :‌ ফেসবুকে পরিচয় । গড়ে ওঠে ভালোবাসার সম্পর্ক । বছর তিনেক সম্পর্ক টিকে থাকার পর ভেঙে যায় ৷ এরপর প্রেমিকার সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় প্রেমিক । অভিযোগ পাওয়ার পর গ্রেপ্তার করা হয় পটাশপুরের যুবককে ৷ গতকাল তাঁকে তমলুক আদালতে তোলা হলে বিচারক তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন ।

তমলুকের বছর আঠারোর এক নার্সিং কলেজ ছাত্রীর সঙ্গে প্রায় বছর তিনেক ধরে প্রেমের সম্পর্ক ছিল ওইযুবকের ৷ বেঙ্গালুরুতে হোটেল ম্যানেজম্যান্ট নিয়ে পড়াশোনা করত সে ।

সম্প্রতি ওই যুগলের প্রেমের সম্পর্কে চিড় ধরে । সম্পর্কের ইতি টানতে চেয়েছিল তমলুকের ওই নার্সিং কলেজের ছাত্রী । কিন্তু তা মানতে চায়নি যুবক । অভিযোগ, এই ছাত্রীকে প্রায়ই ফোন করে বিরক্ত করত সে । শুধু তাই নয়, এই প্রেমের সম্পর্ক না ভাঙার জন্য হুমকিও দিচ্ছিল । কিন্তু কোনওভাবেই আর সম্পর্ক রাখতে রাজি হয়নি ওই যুবতি ।

সব চেষ্টা ব্যর্থ হওয়ায় ওই ছাত্রীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয় যুবক । গত 9 জুলাই তমলুক থানায় লিখিত অভিযোগ জানায় ওই ছাত্রী । এদিকে দিন কয়েক আগেই বেঙ্গালুরু থেকে পড়াশোনা শেষ করে গ্রামের বাড়িতে ফিরে আসে ওই যুবক । বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে তমলুক থানার পুলিশ ৷

Last Updated : Aug 10, 2019, 2:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details