পটাশপুর, 17 সেপ্টেম্বর : পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের ৷ রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ স্থানীয় বাসিন্দাদের ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরার বাজকুল রাজ্য সড়কের উপর ৷ গতকাল দুপুরে একটি পিকআপ ভ্যান ধাক্কা মারে এক পথচলতি মানুষকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই যুবকের । তারপরই মৃতদেহ রাস্তা পাশে রেখে বিক্ষোভ দেখায় স্থানীয়বাসিন্দারা ৷
পথ দুর্ঘটনায় মৃত্যুর যুবকের, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পটাশপুর থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীর ।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যায় পটাশপুর থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামবাসীর । অবশেষে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথির মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ ৷
এ বিষয়ে, তৃণমূলের অঞ্চল সভাপতি মৃন্ময় দাস অধিকারী বলেন, "যে কোনও মৃত্যুই দুঃখজনক। দুর্ঘটনার জেরে কিছুক্ষণ রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা ।পড়ে সেই অবরোধ উঠে যায় ৷ রাস্তার পাশে বালি, ইট থাকার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।"