পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হলদিয়ায় যুবতিকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার শ্বশুর - পূর্ব মেদিনীপর সংবাদ

অতিরিক্ত পণ চেয়ে না পাওয়ার কারণে যুবতির ধর্ষণের পর খুনের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে ৷ যুবতির শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

ছবিটি প্রতীকী

By

Published : Oct 28, 2019, 11:35 PM IST

হলদিয়া, 28 অক্টোবর: অতিরিক্ত পণ চেয়ে পায়নি ৷ যুবতিকে ধর্ষণের পর খুনের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে ৷ যুবতির বাবার বাড়ির লোকদের অভিযোগ, মৃতের শ্বশুর ধর্ষণের পর বিষ খাইয়ে যুবতিকে হত্যা করেছে ৷ হলদিয়ার ঘটনা । মৃতদেহ ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেলে পাঠানো হয়েছে ৷ গতরাতে যুবতির পরিবারের তরফে হলদিয়া থানায় অভিযোগ দায়ের করা হয় । যুবতির শ্বশুর ও স্বামীকে গ্রেপ্তার করেছে হলদিয়া থানার পুলিশ । ধৃতদের আজ হলদিয়া মহকুমা আদালতে তোলা হয় ৷ কঠোর শাস্তির দাবিতে অভিযুক্তদের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় এলাকার লোকজন ৷

স্থানীয় সূত্রে খবর, আড়াই বছর আগে ওই যুবতির হলদিয়ার এক বাসিন্দার সঙ্গে বিয়ে হয় ৷ তাঁদের ১৪ মাসের একটি পুত্রসন্তানও রয়েছে । অভিযুক্ত স্বামী পেশায় মাছের ব্যবসায়ী । বিয়ের পর কয়েক মাস সব ঠিকঠাকই ছিল । অভিযোগ, সম্প্রতি কয়েক মাস ধরে স্বামী ও তার পরিবারের লোকজন যুবতিকে বাপের বাড়ি থেকে টাকা-পয়সা ও সোনার গয়না আনার জন্য চাপ দিচ্ছিল । আর তা না পাওয়ার কারণে বেশ কয়েকদিন ধরে পরিবারে অশান্তি চলছিল । বেশ কয়েকবার যুবতির বাবা যুবতির শ্বশুরবাড়িতে গিয়ে অশান্তি মিটমাটও করে দিয়ে এসেছিলেন ৷ মেয়ের শ্বশুরবাড়ির লোকদের তিনি জানিয়েছিলেন, তাঁর পক্ষে এই মূহুর্তে 50 হাজার টাকা বা সোনার হার কোনওটাই দেওয়া সম্ভব না ৷ এপরেই গত শনিবার যুবতিকে ভোররাতে বিষ খাওয়া অবস্থায় উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।

যুবতির বাবার বাড়ির তরফে অভিযোগ, দাবি মতো অতিরিক্ত পণ দিতে না পারার কারণে দীর্ঘদিন ধরে মেয়ের উপর অত্যাচার চালাত শ্বশুরবাড়ির লোকেরা । তাঁদের দাবি, মতো টাকা দিতে না পারার কারণে যুবতির শ্বশুর তাকে ধর্ষণ করার পর বিষ খাইয়ে খুন করেছে ৷ যুবতির বাবা অভিযোগ করে বলেন, "দীর্ঘদিন ধরেই আমার মেয়ের উপর অতিরিক্ত পণের দাবিতে অত্যাচার চালাত ওর শ্বশুরবাড়ির লোকেরা । গত শনিবার ভোর চারটে নাগাদ মেয়ের শ্বশুরবাড়ির লোকজন ফোন করে বলে গলায় কফ জমে অসুস্থ হয়ে পড়েছে মেয়ে । হাসপাতালে গেলে চিকিৎসকরা জানায় বিষ খেয়ে মৃত্যু হয়েছে মেয়ের । কয়েক মাস আগেই জামাই ও তাদের বাড়ির লোকজন আমার কাছে একটি সোনার হারের দাবি করেছিল । সেই হার দিতে পারব না জানিয়ে দিই ৷ এরপরে ওরা মেয়েকে আমাদের বাড়ি থেকে 50 হাজার টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল ৷ তা না পাওয়ার কারণেই মেয়েকে ধর্ষণ করে শ্বশুর ৷ এরপরে ওর বাড়ির লোকেরা বিষ খাইয়ে খুন করেছে মেয়েকে । আমি দোষীদের ফাঁসি চাই ।" অপরদিকে যুবতির মায়ের অভিযোগ, "মেয়ের সঙ্গে যে ওরা নোংরা ব্যবহার করত সে কথা আগেই প্রতিবেশীদের কাছ থেকে শুনেছিলাম । আমি নিশ্চিত মেয়েকে শ্বশুরই ধর্ষণ করে খুন করেছে । তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সুমনার শাশুড়ি ৷

ABOUT THE AUTHOR

...view details