নন্দীগ্রাম, 10 মে : "শুভেন্দু অধিকারী আর নন্দীগ্রাম সমার্থক । আমি যখন উত্তরবঙ্গে যাই হাজার হাজার মানুষ আমার সভায় আসেন । আর নন্দীগ্রামে যদি ভোট কমে যায়, তাহলে উত্তরবঙ্গে আপনাদের বাড়ির ছেলে গিয়ে সভা করলে কেউ কী আর বিশ্বাস করবে ? বলবে যে নিজের এলাকার ভোট ঠিক রাখতে পারে না , সে এসেছে আমাদের জ্ঞান দিতে । তাই শুভেন্দুকে শক্তিশালী বানানো দায়িত্বও আপনাদের ।" নন্দীগ্রামের ভেকুটিয়ার সভা থেকে বললেন শুভেন্দু অধিকারী ।
আমাকে শক্তিশালী বানানোর দায়িত্ব আপনাদের, নন্দীগ্রামে বললেন শুভেন্দু - vote
"আমি যখন উত্তরবঙ্গে যাই হাজার হাজার মানুষ আমার সভায় আসেন । আর নন্দীগ্রামে যদি ভোট কমে যায়, তাহলে উত্তরবঙ্গে আপনাদের বাড়ির ছেলে গিয়ে সভা করলে কেউ কী আর বিশ্বাস করবে ? শুভেন্দুকে শক্তিশালী বানানোর দায়িত্ব আপনাদের ।" বললেন শুভেন্দু অধিকারী ।
গতকাল ভেকুটিয়া ছাড়া শংকরবেতা, বিরুলিয়া, হলদিয়া টাউনশিপ, দুর্গাচকে সভা করেন শুভেন্দু আধিকারী । রোড শো-ও করেন তিনি । তিনি বলেন, "ধাপ্পাবাজ পার্টিকে একটাও ভোট দেবেন না । আপনাদের ভোট নষ্ট হবে । শুভেন্দুকে শক্তিশালী রাখতে গেলে ১২ তারিখে এক নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে। উপরে মমতা বন্দ্যোপাধ্যায়, নিচে দিব্যেন্দু অধিকারী আর গ্যারান্টার শুভেন্দু আধিকারী । আমি একমাত্র গ্রামের ছেলে যে কলকাতায় গিয়ে রাজনীতি করার সুযোগ পেয়েছি ।"
নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে শুভেন্দুবাবু বলেন, "মহাষষ্ঠী বোধনের দিন । সেদিন ওদের(BJP) নেতা নরেন্দ্র মোদি টুইট করছেন দুর্গা মাই কি জয় । আর তার উপরে ছবি দিচ্ছেন কালী ঠাকুরের । কালী ঠাকুর কেমন আর দুর্গা ঠাকুর কেমন এই বাহারি মানুষগুলো জানে না । এরা বাংলার সংস্কৃতি জানে না ।"