পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে অনাহারে, সবজি চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা - women death

সবজি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু মহিলার । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার অন্তর্গত হানুভুঁইঞার । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

ছবি
ছবি

By

Published : Apr 25, 2020, 4:01 PM IST

নন্দীগ্রাম, 25 এপ্রিল : লকডাউনে জুটছে না খাবার ৷ তাই রাতের অন্ধকারে সবজি চুরি করতে গিয়েছিলেন ৷ অনুমান, তখনই সবজি বাগানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থানার অন্তর্গত হানুভুঁইঞা গ্রামের । মৃতের নাম ঊষারানি ঘোড়ুই (42) ।

আজ সকালে স্থানীয় এক বাসিন্দা রবীন্দ্রনাথ জানার সবজি বাগানের পাশে মৃতদেহটি পড়ে থাকে দেখে । গ্রামবাসীরা নন্দীগ্রাম থানায় খবর দিলে, ঘটনাস্থানে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠায়।

রবীন্দ্রনাথ জানার সবজি বাগান আছে । তাঁর সবজি বাগান থেকে প্রতিদিন সবজি চুরি হত । এই জন্য বিরক্ত হয়ে কাউকে না জানিয়েই সবজি বাগানে বিদ্যুতের তার লাগিয়ে ঘিরে রেখেছিলেন । স্থানীয় সূত্রের খবর, মৃত মহিলার স্বামী গণেশ ঘোড়াই পেশায় দিনমজুর । লকডাউনের কারণে গণেশবাবু কাজ হারিয়ে হয়ে বাড়িতে রয়েছেন । ফলে তাঁদের সংসারে মারাত্মক অভাব চলছিল । এমনকী অনেকদিন খাবারও জুটত না । তাই বাধ্য হয়ে ঊষারানি রাতের অন্ধকারে সবজি চুরি করতে যান । তখনই এই অঘটন ।

নন্দীগ্রাম থানার OC অজিত কুমার ঝাঁ বলেন, " ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে মৃতদেহ উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে । ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । তবে এখনও পর্যন্ত মৃতের পরিবারের তরফ থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।"

ABOUT THE AUTHOR

...view details