পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাঁশকুড়ায় কবরস্থানে উদ্ধার মহিলার অর্ধনগ্ন মৃতদেহ - Body

আজ সকালে কবরস্থান দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে । তাঁরা পুলিশকে বিষয়টি জানায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য়, এলাকায় কোনও মহিলা নিঁখোজ থাকার খবর নেই । তাছাড়া জায়গাটিও খুব নির্জন । খুব সম্ভবত, মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ।

প্রতীকী ছবি

By

Published : Jul 9, 2019, 8:31 PM IST

পাঁশকুড়া, 9 জুলাই : কবরস্থান থেকে উদ্ধার হল অজ্ঞাত পরিচয় মহিলার অর্ধনগ্ন দগ্ধ মৃতদেহ । ঘটনাটি পাঁশকুড়ার । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পাঁশকুড়া থানার পুলিশ । মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । পাশাপাশি মৃতদেহের কিছু দূর থেকে একটি কেরোসিন তেলের বোতল, এক জোড়া জুতো ও একটি দেশলাই বাক্স উদ্ধার করে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে কবরস্থান দিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা মৃতদেহটি পড়ে থাকতে দেখে । তাঁরা পুলিশকে বিষয়টি জানায় । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য়, "এলাকায় কোনও মহিলা নিঁখোজ থাকার খবর নেই । তাছাড়া জায়গাটিও খুব নির্জন । কবরস্থান হওয়ায় ওই এলাকা দিয়ে রাতের অন্ধকারে কোনও মানুষ যাতায়াতও করে না । সেই কারণেই স্থানীয় বাসিন্দারা মনে করেন, রাতের অন্ধকারে ওই মহিলাকে ধর্ষণ করা হয়েছে ও প্রমাণ লোপাটের জন্য তাঁকে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে ।"

স্থানীয় বাসিন্দা বিকাশ পাত্র বলেন, "কোনওভাবেই এটি আত্মহত্যার ঘটনা নয় । রাতেরবেলা এই কবরস্থানের এলাকায় ভয়ে কেউ আসে না । এখানে কোনও আলো নেই । একদম নির্জন এলাকা । রাতের অন্ধকারে দুষ্কৃতীরা মহিলাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটের জন্য আগুন দিয়ে পুড়িয়ে খুন করেছে । আমরা চাই পুলিশ তদন্ত করে অবিলম্বে দোষীদের শাস্তি দিক ।"

পুলিশ জানায়, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details