পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Egra rape & murder : স্বামী নিখোঁজ, ছেলে মুম্বইতে ; একাকী গৃহবধূর মর্মান্তিক পরিণতি এগরায় - এগরায় গৃহবধূকে ধর্ষণ করে খুন

অভিযোগ, মঙ্গলবার রাতে একা থাকার সুযোগে একদল দুষ্কৃতী মহিলাকে ধর্ষণ করেন ৷ তারপর খুন করে ফেলে রেখে যায় ৷

woman allegedly raped and murdered in egra
woman allegedly raped and murdered in egra

By

Published : Jan 5, 2022, 5:39 PM IST

এগরা, 5 ডিসেম্বর : একা মহিলার পদে পদে বিপদ ৷ সমাজ আধুনিক হলেও গ্রামে গঞ্জে মেয়েদের সুরক্ষা এখনও যে তলানিতে তা বুঝিয়ে দিল আরও একটি ঘটনা ৷ স্বামী-ছেলের না-থাকার সুযোগে একা মহিলাকে ধর্ষণ ও খুন করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ পূর্ব মেদিনীপুরের এগরার ঘটনা ৷

জানা গিয়েছে, ওই গৃহবধূ দীর্ঘদিন ধরে বাড়িতে একা রয়েছেন । মাস তিনেক ধরে মহিলার স্বামীর কোনও খোঁজখবর নেই । মহিলার একমাত্র ছেলে কাজের সুবাদে মুম্বইতে থাকেন । ওই গৃহবধূ যে একা থাকেন তা এলাকার সবাই জানতেন ৷ অভিযোগ, মঙ্গলবার রাতে একা থাকার সুযোগে একদল দুষ্কৃতী মহিলাকে ধর্ষণ করেন ৷ তারপর খুন করে ফেলে রেখে যায় ৷

আরও পড়ুন : Protest Rally at Chachal : ধর্ষণ-খুনের অভিযোগের তদন্তে পুলিশ নিষ্ক্রিয়তা ! চাঁচলে বিক্ষোভ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই গৃহবধূ দিনমজুরি করে সংসার চালান । আজ সকালে গৃহবধূর সহকর্মীরা কাজে যাওয়ার আগে তাঁকে ডাকতে যান ৷ অনেকক্ষণ ডাকাডাকিতেও সাড়া না পাওয়ায় বাড়ির ভেতরে যান মহিলারা ৷ ভেতরে ঢুকতেই চক্ষু চড়কগাছ ৷ মহিলারা দেখেন, নগ্ন অবস্থায় ওই গৃহবধূ পড়ে রয়েছেন ৷ এরপর পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ ময়নাতদন্তের কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায় । স্থানীয়দের অনুমান, এলাকার মদ্যপরা এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details