পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবতিকে বিষ খাইয়ে খুন, অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে - বধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ

গৃহবধূকে বিষ খাইয়ে খুন । অভিযোগ শওহর ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷

woman allegedly killed by in-laws
বধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ

By

Published : Mar 16, 2020, 2:28 AM IST

Updated : Mar 16, 2020, 6:40 AM IST

কাঁথি, 16 মার্চ : গৃহবধূকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে । ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দেশপ্রাণ ব্লকের গোবিন্দবেরাবাড় এলাকার ।

মৃত গৃহবধূর নাম সোবা বিবি (27) । অভিযুক্ত শওহর শেখ মইনুদ্দিন ও তার পরিবার । কাঁথির তিন নম্বর ব্লকের বেতালিয়া গ্রামের আজুত আলি খানের মেয়ে সোবার সঙ্গে 2007 সালে গোবিন্দবেরাবাড় গ্রামের শেখ মইনুদ্দিনের বিয়ে হয় । বিয়ের পর থেকেই সোবাকে মারধর করত মইনুদ্দিন ।

কী বললেন মৃতের পরিবারের সদস্য ? দেখুন ভিডিয়ো...

সোবার পরিবারের এক সদস্য লোকমান আলি খান বলেন, "বিয়ের কিছুদিন পর থেকেই আমার বোনকে মারধর করত শ্বশুর বাড়ির লোকেরা । এমন কী, মারধর করে খেতেও দিত না ওর শওহর । বারবার বোন আমাদের জানালে, আমরা গ্রামের মোহল্লাদারকে সঙ্গে নিয়ে সালিশি সভা করে মিটিয়ে দিতাম । শনিবার বিকেলে এক প্রতিবেশী মারফত খবর পাই বোন অসুস্থ । কাঁথি মহকুমা হাসপাতালে ভরতি । খবর পেয়ে হাসপাতালে গিয়ে দেখি, বোন ভালো আছে । আমরা বাড়ি চলে আসি । তারপরই আজ সকালে খবর পাই, বোন মারা গেছে ।"

স্থানীয়দের অভিযোগ, মইনুদ্দিন ও তার পরিবারের লোকজন সোবা বিবিকে জোর করে বিষ খাইয়ে হাসপাতালে নিয়ে যায় । সোবার শরীরে মারধরের একাধিক চিহ্ন ছিল বলেও অভিযোগ । ঘটনায় কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছে সোবার আব্বার বাড়ির লোকজন । কাঁথি থানার IC সুনয়ন বসু বলেন, "মৃতের বাবার বাড়ির তরফে অভিযোগ পেয়েছি । ময়নাতদন্তের রিপোর্ট আসার পর সবকিছু পরিষ্কার হবে ।" ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক । তদন্ত শুরু করেছে পুলিশ ।

Last Updated : Mar 16, 2020, 6:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details