পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনা আক্রান্ত 5, জেলায় বেড়ে 176 - Migrant workers

পূর্ব মেদিনীপুরে কোরোনা আক্রান্ত হলেন আরও পাঁচজন। এদের মধ্যে চারজনই ভিন রাজ্য থেকে ফেরা পরিযায়ী শ্রমিক।

Coronavirus
Coronavirus

By

Published : Jun 11, 2020, 7:58 PM IST

পাঁশকুড়া, 11জুন : পূর্ব মেদিনীপুরে নতুন করে কোরোনা সংক্রমিত হলেন আরও পাঁচজন। এই নিয়ে জেলায় মোট কোরোনা আক্রান্ত হলেন 176 জন । নতুন আক্রান্তদের মধ্যে চারজন পরিযায়ী শ্রমিক । সম্প্রতি তাঁরা বিভিন্ন রাজ্য থেকে ফিরেছেন । আজ তাঁদের পাঁশকুড়া কোরোনা হাসপাতালে চিকিৎসার জন্য ভরতি করা হয়। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের কাজও শুরু হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে খবর, আজ নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছেন পটাশপুর থানার জয়কৃষ্ণপুর এলাকার 27 বছরের এক যুবক, সম্প্রতি তিনি গুজরাত থেকে ফিরেছেন । এছাড়া, এগরা থানার যুমকি গ্রাম পঞ্চায়েতের 32 বছরের এক যুবক, রামনগর থানার হলদিয়া-2 গ্রাম পঞ্চায়েতের বছর 29-র কানপুর ফেরত শ্রমিক ও ভুপতিনগর থানার মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের মহারাষ্ট্র ফেরত এক যুবকের শরীরে কোরোনার সংক্রমণ পাওয়া গেছে।

ওই যুবকরা বাড়ি ফেরার পর তাঁদের সোয়াব সংগ্রহ করে গত 5 তারিখ পরীক্ষার জন্য পাঠানো হয় । গতকাল রাতে সেই রিপোর্ট জেলা স্বাস্থ্যবিভাগের হাতে আসে। রিপোর্ট পজ়িটিভ আসায় আজ সকাল থেকে আক্রান্তদের পাঁশকুড়া কোরোনা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

এছাড়াও নন্দকুমার থানার চক শিমুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার 20 বছরের এক ছাত্র কোরোনায় আক্রান্ত হয়ে কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে আজ পাঁশকুড়া কোরোনা হাসপাতাল থেকে তমলুক ও ময়না ব্লকের দুই যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। দুই বার সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় তাদের আজ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়‌।

এই বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চন্দ্র মণ্ডল জানান, "ভিন রাজ্য থেকে বাড়ি ফেরা চার শ্রমিকের শরীরে কোরোনা সংক্রমণ ধরা পড়েছে । আক্রান্ত ব্যক্তিদের ইতিমধ্যে চিকিৎসা শুরু হয়েছে। তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিতকরণের প্রক্রিয়াও শুরু হয়েছে। অন্যদিকে কোরোনা আক্রান্ত দুই ব্যক্তি সুস্থ হয়ে ওঠায় কাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details