মহিষাদল (পূর্ব মেদিনীপুর), 6 মে: বউদির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ব্যক্তির ৷ সেই কথা জানতে পাড়ায় সাত মাসের কন্যা সন্তান-সহ স্ত্রীকে নিশংসভাবে শ্বাসরোধ করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের লক্ষা 1 নম্বর গ্রামের চক গাজীপুরে ৷ অভিযুক্ত স্বামী ও তাঁর বউদিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের স্বামীর নাম শেখ সলমন ।
জানা গিয়েছে, সলমনের সঙ্গে তমলুকের সোনম খাতুনের(23) দু'বছর আগে বিয়ে হয় । সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে তাঁদের । গতকাল রাতে সোনমের শ্বশুরবাড়ি থেকে ফোন যায় তাঁর বাবা মইনুদ্দিন আলির কাছে । বলা হয়, আপনার মেয়ে সোনাম-সহ তাঁর কন্যা সন্তান আত্মহত্যা করেছে । তখন মেয়ের বাবার বাড়ির লোকেরা সোনমের শশুর বাড়িতে পৌঁছয় ৷ তারা দেখেন কন্যা-সহ সোনমের দেহ পড়ে রয়েছে । এই ঘটনায় তড়িঘড়ি মহিষাদল পুলিশকে খবর দেওয়া হয় ৷ ঘটনাস্থলেই পুলিশ এসে দেহগুলি উদ্ধার করে নিয়ে যায় । ময়নাতদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় ।