নন্দীগ্রাম, 10 মার্চ : বুধবার সন্ধ্যায় নন্দীগ্রামে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পায়ে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ অন্ধকারে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে নয় ৷ এর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ এই নিয়ে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবেন বলেও জানান ৷
এক প্রত্যক্ষদর্শী মুখ্যমন্ত্রীর সব অভিযোগ অস্বীকার করে বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলছেন । গাড়ির দরজা এবং লোহার পোস্টে লেগে তাঁর লেগেছে । কেউ ওনাকে ঠেলে ফেলেনি বলেও দাবি করেন ওই প্রত্যক্ষদর্শী । অন্যদিকে রমেশ ঘরুই নামে আর এক প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, ভিড়ে গাড়ি এগোতে গিয়ে দিদির পা-এ লেগে যায় । সামনের মিষ্টির দোকান থেকে বরফ এনে দেওয়া হয় । অনেক মানুষ জড়ো হয়ে যায় । এরপর ভিড়ের মধ্যে কী হয়েছিল বোঝা মুশকিল । পুলিশের উপস্থিতিতেই এই ঘটনা ঘটে । গৌতম মাইতি নামে অপর এক প্রত্যক্ষদর্শীর কথায়, দরজা খুলে নামার চেষ্টা করছিলেন । এখানে এই লোহার রড কিংবা ভিড়ের চাপে দরজার ধাক্কা লাগে । গলায় আর পা-এ চোট লাগে । এরপর বরফ এনে ওনার পায়ে লাগানো হয় । তার সঙ্গে সঙ্গে চিকিৎসাও হয় ।