পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অসুস্থতা কাটিয়ে সরস্বতী পুজোর মণ্ডপে শিশির অধিকারী - বিধানসভা ভোট 2021

কাঁথির প্রভাত কুমার কলেজ সংলগ্ন এলাকায় আন্তরিক ক্লাবে পুজো মণ্ডপের দ্বার উদঘাটন এবং প্রতিমা আবরণ উন্মোচন করেন কাঁথি লোকসভার তৃণমূল সাংসদ ।

শিশির অধিকারী
শিশির অধিকারী

By

Published : Feb 16, 2021, 7:00 AM IST

Updated : Feb 16, 2021, 10:55 AM IST

কাঁথি,16 ফেব্রুয়ারি : নাতির ক্লাবের সরস্বতী পুজো মণ্ডপ উদ্বোধনে দেখা গেল শিশির অধিকারীকে । দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজের বাড়ি থেকে বেরোলেন তিনি ।

বসন্ত পঞ্চমীতে ছোটো ছোটো পড়ুয়াদের অনুরোধ রাখতেই কাঁথির শান্তিকুঞ্জ থেকে বাইরে পা রাখলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারী । বাড়ির পাশেই আন্তরিক ক্লাব । কাঁথির প্রভাত কুমার কলেজের সংলগ্ন এলাকায় এই ক্লাবেই পুজো মণ্ডপের দ্বার উদঘাটন এবং প্রতিমা আবরণ উন্মোচনের জন্য হাজির হন তিনি । এই ক্লাবের সঙ্গে যুক্ত শিশিরবাবুর একমাত্র নাতি দেবদ্বীপ অধিকারী । তাই নিজে উপস্থিত থেকে এই উদ্বোধন করেন তিনি । ঢাক সহযোগে এবং আলোর রোশনাইতে এই পূজার উদ্বোধন হয় । এক খুদেকে সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে সরস্বতী পূজার উদ্বোধন করেন কাঁথি লোকসভার তৃণমূল সাংসদ ।

সরস্বতী পুজোর উদ্বোধনে শিশির অধিকারী

আরও পড়ুন : শিক্ষা গ্রহণ করি কর্মসংস্থানের জন্য, 5 টাকার ডিম-ভাত খাওয়ার জন্য নয় : শুভেন্দু

পুজো মণ্ডপের উদ্বোধনের পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোনও রাজনৈতিক মন্তব্য না করলেও সকলের মঙ্গলের জন্য কামনা করেন । মণ্ডপের সাজানো এবং আলোক সজ্জার প্রশংসা করে তিনি বলেন, "এলাকার ছেলেমেয়েদের পড়াশোনা ভালো হওয়ার এবং তাদের অগ্রগতির জন্য় এই পূজা আয়োজন করা ।"

Last Updated : Feb 16, 2021, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details