নন্দীগ্রাম, 27 ফেব্রুয়ারি : ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পরের দিন নন্দীগ্রামে মমতা ব্যন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু । আজ নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে অঞ্চলের তৃণমূল কর্মী-সমর্থকরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লেখেন । যদিও দলের তরফে এখনও কোনও প্রার্থী তালিক প্রকাশ হয়নি । কিন্তু ভোট ময়দানে এক ইঞ্চিও জায়গা ছাড়তে নারাজ শাসকদল । তাই নির্ঘণ্ট প্রকাশ হতে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে ।
নন্দীগ্রামের সভা থেকে তৃণমূল সুপ্রিমো ঘোষণা করেছিলেন, তিনি প্রার্থী হতে চান । দলের তরফে সেদিন সুব্রত বক্সি জানিয়েছিলেন, বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে । গতকাল নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছি কমিশন । আর আজ থেকে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে । কেন্দামারী অঞ্চল তৃণমূলের তরফে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হয় । অন্যদিকে নন্দীগ্রাম থেকে আব্বাস সিদ্দিকীর দলের লোককে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে বাম-কংগ্রেস জোট । সংখ্যালঘু ভোট ভাগাভাগি হলে তৃণমূল, বিজেপি ও বাম-কংগ্রেস জোটের ত্রিমুখী লড়াইয়ে কার ভাগ্য সহায় হয় তা 2 মে জানা যাবে ।