তমলুক, 13 মার্চ : পূর্ব মেদিনীপুরে অধিকারী পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত 10 জন নেতাকে তিন বছরের জন্য সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস ৷ শনিবার জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকে তৃণমূলের দায়িত্বে থাকা 10 জন তৃণমূল নেতাকে সাসপেন্ড করার কথা জানান জেলা তৃণমূলের সভাপতি সৌমেন মহাপাত্র । এদিন বিকেলে তিনি বলেন, ‘‘দল বিরোধী কার্যকলাপের জন্য তৃণমূলের 10 জন সদস্যকে সাসপেন্ড করা হয়েছে । আমাদের দল থেকে নির্বাচনী প্রতিনিধিরা বিজেপির হয়ে কাজ করছিলেন । তথ্যপ্রমাণ হাতে পেয়ে আমরা রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম । রাজ্যের অনুমোদন আসতেই এই দশজন তৃণমূলের সদস্যদের দল থেকে সাসপেন্ড করা হয়েছে ।’’
যাঁদের সাসপেন্ড করা হল, তাঁরা হলেন - শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা, মারুল-2 গ্রাম পঞ্চায়েতের সদস্য সুনীল দেবাধিকারী, রঘুনাথপুর-2 গ্রাম পঞ্চায়েতের প্রধান শিলাদিত্য আদক, রামদা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিকুঞ্জবিহারী মান্না, মিনতি পট্টনায়ক, দেবনাথ দাস, জেলা পরিষদের সদস্য তনুশ্রী জানা, জেলা পরিষদের সদস্য রাখি আদক, নীলিমা দেবাধিকারী এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিভাস কর ।