পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 12, 2021, 3:41 PM IST

Updated : Mar 12, 2021, 4:37 PM IST

ETV Bharat / state

পুজো, মিছিল ; স্মৃতি-ধর্মেন্দ্রর উপস্থিতিতে মনোনয়ন শুভেন্দুর

মনোনয়ন জমা দেওয়ার আগে আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে ৷ একের পর এক মন্দিরে পুজো, সভা, মিছিল শেষে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু ৷

মনোনয়ন জমা দিলেন শুভেন্দু
মনোনয়ন জমা দিলেন শুভেন্দু

নন্দীগ্রাম, 12 মার্চ : আজ হলদিয়ার এসডিও অফিসে মনোনয়নপত্র জমা দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ৷ প্রথমে মঞ্জুশ্রী মোড় থেকে মিছিল করে হলদিয়ার এসডিও অফিসে পৌঁছান তিনি ৷ সঙ্গে ছিলেন দুই কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধান ৷

এবারের নির্বাচনে হাইভোল্টেজ কেন্দ্র হল নন্দীগ্রাম ৷ নন্দীগ্রাম এখন চর্চার বিষয় হয়ে উঠেছে ৷ কারণ, এই কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আবার তাঁর প্রতিদ্বন্দ্বিতা করছেন শুভেন্দু অধিকারী ৷ গুরুত্বপূর্ণ এই কেন্দ্রটি নিজের দখলে আনতে ভূমিপুত্র শুভেন্দুর উপরই ভরসা রেখেছে বিজেপি ৷ ইতিমধ্যেই 10 মার্চ মনোনয়ন জমা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার 48 ঘণ্টার মধ্যেই হলদিয়া মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন শুভেন্দু অধিকারী ৷

মনোনয়ন জমা দেওয়ার আগে আজ সকাল থেকে একাধিক কর্মসূচিতে যোগ দিতে দেখা যায় শুভেন্দু অধিকারীকে ৷ সকাল আটটা থেকে সাড়ে আটটা নাগাদ তিনি শান্তিকুঞ্জ থেকে রওনা দেন ৷ তারপর একে একে নন্দীগ্রাম সোনাচূড়া সিংহবাহিনী মন্দিরে ও জানকীনাথ মন্দিরে পুজো দেন ৷ নন্দীগ্রামের গোকুলনগর শহিদ বেদিতে মাল্যদান করেন ৷ এরপর হলদিয়ায় মঞ্জুশ্রী মোড়ে একটি সভায় অংশগ্রহণ করেন ৷ সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয়মন্ত্রী স্মৃতি ইরানি ও ধর্মেন্দ্র প্রধান ৷ ওই সভায় অংশ নিয়ে তৃণমূলকে একাধিক ইশুতে আক্রমণ করতে ছাড়লেন না তিনি ৷ আরও একবার মনে করিয়ে দিলেন ডবল ইঞ্জিন সরকারের কথা ৷ তাঁর বার্তা, বিজেপি একমাত্র আসল পরিবর্তন আনতে পারে ৷

মনোনয়ন জমা করলেন শুভেন্দু

আরও পড়ুন, দিদি আপনি খেলুন, উন্নয়ন মোদি করবেন : স্মৃতি ইরানি

এরপর মঞ্জুশ্রী মোড় থেকে হলদিয়া মহকুমা সদর দফতর থেকে একটি মিছিল করে হলদিয়ার এসডিও অফিসে পৌঁছান ৷ সেখানে মহকুমা শাসকের হাতে মনোনয়নপত্র তুলে দেন ৷

Last Updated : Mar 12, 2021, 4:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details