তৃণমূলের অন্দরে পিসি-ভাইপো ক্ষোভ । তৃণমূলের তোলাবাজি, সিন্ডিকেট আর বেশিদিন নয় ।
বাম-কংগ্রেস-তৃণমূল পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে
17:10 February 07
আজ শিল্পশহর হলদিয়ায় প্রধানমন্ত্রী । প্রথমে রাজনৈতিক কর্মসূচি এবং তারপর সরকারি কর্মসূচি । একুশের বঙ্গ-ভোটের আবহে এই প্রথমবার বাংলায় বিজেপির কোনও কর্মসূচিতে নরেন্দ্র মোদি । আজ নরেন্দ্র মোদির এই কর্মসূচি বিজেপির নীলবাড়ি দখলের লড়াইয়ে বাড়তি হাওয়া দেবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা ।
17:08 February 07
নরেন্দ্র মোদি বলেন, "বাম-কংগ্রেস-তৃণমূল মিলে পর্দার পিছনে ম্যাচ ফিক্সিং করছে । দিল্লিতে বাম-কংগ্রেস-তৃণমূল বন্ধ ঘরের ভিতরে বসে একসঙ্গে ছক কষে । আর বাংলায় লড়াইয়ের ছলনা করে ।"
17:04 February 07
তৃণমূল একের পর এক ফাউল করে ফেলেছে । তাই বাংলার মানুষ এখন তৃণমূলকে লালকার্ড দেখাবে ।
17:04 February 07
"বিজেপি ক্ষমতা এলেই আসল পরিবর্তন হবে ।" উন্নয়নের প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবেশী রাজ্য ত্রিপুরার উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন তিনি ।
17:02 February 07
বিজেপি ক্ষমতায় এলেই কিষান সম্মাননিধি চালু হবে রাজ্যে । সুদ-সমেত বকেয়া টাকা দেওয়া হবে কৃষকদের । প্রথম মন্ত্রিসভার বৈঠকেই লাগু হবে প্রকল্প । আশ্বাস নরেন্দ্র মোদি । পাশাপাশি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করারও আশ্বাস দিলেন তিনি । বললেন, "5 লাখ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন গরিবরা ।"
16:58 February 07
বাংলার কৃষকরা যে বঞ্চনার শিকার বলে আজ আরও একবার আক্রমণ করলেন তিনি । বললেন, "বাংলার কৃষকদের সঙ্গে অন্যায় হয়েছে । বাংলার কৃষকরা কয়েকশো কোটি টাকা থেকে বঞ্চিত । কিষান সম্মাননিধি প্রকল্প রাজ্যে চালু হয়নি । কিষান সম্মাননিধি প্রকল্প 25 লাখ কৃষক আবেদন করেছেন । কিন্তু রাজ্য মাত্র 6 হাজার কৃষকের আবেদন পাঠিয়েছে । তাও সেই 6 হাজার মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পাঠায়নি রাজ্য ।"
16:53 February 07
"বাংলায় রাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে । কেন্দ্রীয় সরকারের পাঠানো রেশনের সমবণ্টন হয়নি । রেশন নিয়ে দুর্নীতি করেছে রাজ্য ।" হলদিয়ার সভামঞ্চ থেকে বললেন নরেন্দ্র মোদি ।
16:51 February 07
- ভারতকে বদনাম করতে আন্তর্জাতিক ষড়যন্ত্র । দেশ এই ষড়যন্ত্রের জবাব দেবে । কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চুপ । মা-মাটি সরকারের ভারত-মাতাকে শক্তিশালী করার সাহস নেই ।
- মমতা বন্দ্যোপাধ্যায় ভারত মাতার স্লোগান শুনলেও রেগে যান । উন্নয়ন নিয়ে প্রশ্ন করলে রেগে যান । বাংলায় হিংসা বেড়েছে, দুর্নীতি বেড়েছে ।
- প্রশাসনের রাজনীতিকরণ হয়েছে । পুলিশি ব্যবস্থার রাজনীতিকরণ হয়েছে । দুর্নীতি প্রাতিষ্ঠানিক মর্যাদা পেয়েছে ।
16:46 February 07
মমতার শাসনের দশ বছরে শুধুই নির্মমতা । বাংলায় পরিবর্তন হয়নি । বাম শাসনের পুনর্জ্জীবন এসেছে । পুনর্জ্জীবন হয়েছে অপরাধের ।
16:43 February 07
আগে শিক্ষা, ব্যবসা বাণিজ্যে বাংলা অন্য রাজ্যের থেকে এগিয়ে ছিল । কিন্তু আজ অন্য রাজ্যগুলির থেকে অনেক পিছিয়ে বাংলা । বাংলা পিছিয়ে পড়ার সবথেকে বড় কারণ রাজনীতি । যখন উন্নয়নমূলক রাজনীতির দরকার ছিল, তখন এখানে উন্নয়নমূলক রাজনীতি হয়নি বলে জানান তিনি ।
বাংলার জন্য বিশেষ প্যাকেজ কেন্দ্রীয় বাজেটে । বাংলার বহু জেলায় এলপিজি সংযোগ করা হবে বলেও আশ্বাস দিলেন তিনি । বললেন, "25 শতাংশ বরাদ্দ বেড়েছে রেলে । বাংলার সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসছে ।"
16:37 February 07
মোদির রাজনৈতিক ভাষণের শুরুতেই বাংলা । বললেন, "পবিত্রভূমিতে আসতে পেরে আমি ধন্য । মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ । বাংলার এই পবিত্র মাটিকে কুর্নিশ ।"
তিনি আরও বলেন, "বাংলায় 5 হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা করব । কর্মসংস্থান বাড়বে । কলকাতা - শিলিগুড়ি রাস্তার সংস্কার করা হবে ।" বাজেটে ঘোষিত খড়্গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডরের কথা উঠে এল প্রধানমন্ত্রীর কথায় । চা-বাগান শ্রমিকদের জন্য 1 হাজার কোটি টাকার প্যাকেজের কথাও উঠে এল তাঁর ভাষণে ।
16:30 February 07
রাজনৈতিক সভার শুরুতেই বাংলায় ভাষণ নরেন্দ্র মোদির । বাংলায় বললেন, "মেদিনীপুরের এই পবিত্র মাটিতে আসতে মেরে নিজেকে ধন্য মনে করছি । শহিদ মাতঙ্গিনী হাজরা, বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্ম এই জমিতে । এই মাটিতেই তৈরি হয়েছিল তাম্রলিপ্ত সরকার । এই মাটি থেকেই বিদ্যাসাগর বাঙালিকে বর্ণপরিচয় দিয়েছেন ।"
16:26 February 07
হলদিয়ায় বক্তব্য রাখছেন নরেন্দ্র মোদি । ভাষণের শুরুতেই উত্তরাখণ্ডের ধসের কথা উঠে এল প্রধানমন্ত্রীর কথায় । উত্তরখণ্ডের মানুষ বিপদে । ধীরে ধীরে ক্ষয়ক্ষতির খবর সামনে আসছে । উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে । জোরকদমে উদ্ধারকাজ চলছে । জানালেন প্রধানমন্ত্রী ।
16:26 February 07
প্রধানমন্ত্রীকে ডাকিনি । তিনি নিজেই আমাদের আশীর্বাদ করতে এসেছেন । সভামঞ্চ থেকে বললেন দিলীপ ঘোষ ।
16:25 February 07
বক্তব্য রাখছেন দিলীপ ঘোষ । দুই লাখ কর্মী ও সমর্থক সভায় এসেছেন বলে দাবি দিলীপ ঘোষের । আরও এক লাখ মানুষ সভাস্থানে ঢোকার সুযোগ পাননি বলেও জানান তিনিন ।
16:16 February 07
বিজেপির সভামঞ্চে নরেন্দ্র মোদি । জয়ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানাচ্ছেন রাজ্য বিজেপির নেতারা ।
16:13 February 07
বিশেষ গাড়িতে হলদিয়ার হেলিপ্যাড গ্রাউন্ড থেকে বিজেপির সভামঞ্চের উদ্দেশে নরেন্দ্র মোদি ।
16:06 February 07
হলদিয়ায় এসে পৌঁছালেন নরেন্দ্র মোদি । প্রথমে রাজনৈতিক সভা রয়েছে তাঁর । এরপর একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি ।
15:49 February 07
হলদিয়ার সভামঞ্চে বক্তব্য রাখছেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা । মুকুল রায়কে বাংলার রাজনীতির "চাণক্য" বলে সম্বোধন করলেন কৈলাস বিজয়বর্গীয় ।
15:48 February 07
হলদিয়ায় কেন্দ্র বিনিয়োগ করেছে । হলদিয়ায় কর্মসংস্থান হবে । নরেন্দ্র মোদি হলদিয়ায় পা রাখার আগে আশ্বাসবাণী শুভেন্দু অধিকারী ।
15:37 February 07
শুভেন্দু অধিকারীর নিশানায় রাজ্য সরকার । বললেন, "কর্মসংস্থানের যন্ত্রনায় বিদ্ধ মানুষ । রাজ্য সরকার শিল্পায়নে সম্পূর্ণ ব্যর্থ । ডবল ইঞ্জিন সরকার চাই ।"
15:36 February 07
আর কিছুক্ষণের মধ্যেই হলদিয়ায় পৌঁছাবেন নরেন্দ্র মোদি । হলদিয়ায় বিজেপির সভামঞ্চে এখন বক্তব্য রাখছেন শুভেন্দু অধিকারী ।
15:34 February 07
দমদম বিমানবন্দর থেকে বিশেষ হেলিকপ্টারে হলদিয়ার উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী ।
15:00 February 07
কলকাতায় নরেন্দ্র মোদি । ইতিমধ্যেই তিনি এসে পৌঁছেছেন দমদম বিমানবন্দরে । তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু । বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হলদিয়ার উদ্দেশে রওনা দেন নরেন্দ্র মোদি ।