পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী, অভিযোগ পরিবারের - নিখোঁজ বাম কর্মী !

পরিবারের অভিযোগ, নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ হয়েছেন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা । ইতিমধ্যে পাঁশকুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে ।

missing-one-cpim-party-member-who-went-to-nabanna-campaign
missing-one-cpim-party-member-who-went-to-nabanna-campaign

By

Published : Feb 15, 2021, 3:06 PM IST

Updated : Feb 15, 2021, 5:25 PM IST

পাঁশকুড়া, 15 জানুয়ারি: নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী ! বাম কর্মীর পরিবারের এমনটাই অভিযোগ ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, গত 11 ফেব্রুয়ারি বামেদের ডাকা নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ হন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা ।

গত 11 ফেব্রুয়ারি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান ছিল ৷ যে কর্মসূচিতে বাম কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে ৷ ওই দিন পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে ৷ ইতিমধ্যে পুলিশের লাঠিচার্জে এক বাম কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এবার একই দিনে এক বাম কর্মীর নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ জানাল তাঁর পরিবার ৷ পরিবারের বক্তব্য, 11 ফেব্রুয়ারি স্থানীয় বাম কর্মীদের সঙ্গে দল বেঁধে নবান্ন অভিযানে গিয়েছিলেন দীপক পাঁজা ৷ এরপর তিনি আর ঘরে ফেরেননি ৷ ইতিমধ্যে পাঁশকুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে হাওড়া শিবপুর থানায় দীপক পাঁজার খোঁজে বাম প্রতিনিধিরা গিয়েছেন ।

শুনুন কী বলছে দীপক পাঁজার পরিবার ৷

আরও খবর: দোষী পুলিশকর্মীদের শাস্তির দাবি মইদুলের পরিবারের

নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজার স্ত্রী বলেন, "বৃহস্পতিবার সকাল 9টায় কলকাতায় যাবে বলে বাড়ি থেকে বেরিয়ে যায় । সন্ধ্যেবেলা প্রতিবেশীরা জানায়, ওঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না ।" স্ত্রীর কাতর আর্জি, "পড়াশোনা জানে না আমার স্বামী ৷ পুলিশ যদি খুঁজে দেয়... কোথায় আছেন ? কি অবস্থায় আছেন জানি না !"

এদিকে নবান্ন অভিযানে গিয়ে স্থানীয় বাম কর্মীর নিখোঁজ হওয়ার ঘটনায় পুলিশ ও তৃণমূল সরকারকে দায়ি করছেন পাঁশকুড়ার বাম বিধায়ক ইব্রাহিম আলি ।

ইব্রাহিম আলি বলেন, "হাওড়া শিবপুর থানা ও নিউ মার্কেট থানায় প্রতিনিধি দল গিয়েছে আমাদের কর্মীর খোঁজ করতে ৷ এই ঘটনার জন্য তৃণমূল সরকারের পুলিশ দায়ি ৷ সেদিন নির্মমভাবে পুলিশ লাঠিচার্জ করেছে ৷ আমাদের আরও দুই কর্মীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷"

Last Updated : Feb 15, 2021, 5:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details