পাঁশকুড়া, 15 জানুয়ারি: নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী ! বাম কর্মীর পরিবারের এমনটাই অভিযোগ ৷ পরিবারের তরফে জানানো হয়েছে, গত 11 ফেব্রুয়ারি বামেদের ডাকা নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ হন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা ।
গত 11 ফেব্রুয়ারি বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান ছিল ৷ যে কর্মসূচিতে বাম কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ বাধে ৷ ওই দিন পুলিশ বেপরোয়া লাঠিচার্জ করে বলে অভিযোগ ওঠে ৷ ইতিমধ্যে পুলিশের লাঠিচার্জে এক বাম কর্মীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এবার একই দিনে এক বাম কর্মীর নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ জানাল তাঁর পরিবার ৷ পরিবারের বক্তব্য, 11 ফেব্রুয়ারি স্থানীয় বাম কর্মীদের সঙ্গে দল বেঁধে নবান্ন অভিযানে গিয়েছিলেন দীপক পাঁজা ৷ এরপর তিনি আর ঘরে ফেরেননি ৷ ইতিমধ্যে পাঁশকুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে । অন্যদিকে হাওড়া শিবপুর থানায় দীপক পাঁজার খোঁজে বাম প্রতিনিধিরা গিয়েছেন ।