পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 17, 2021, 4:53 PM IST

ETV Bharat / state

মোদি যদি বহিরাগত হন তাহলে আপনিও তো বহিরাগত, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বহিরাগত তত্ত্বে এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি বহিরাগত হন তাহলে আপনিও তো বহিরাগত।

BJP
Suvendu Adhikari

নন্দীগ্রাম, 17 মার্চ : বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আবারও একবার প্রকাশ্যে এল বহিরাগতর তত্ত্ব। গতকাল নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের 2 নম্বর ব্লকের বোয়াল 1 নম্বর অঞ্চলের একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। এইসভা থেকে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, নরেন্দ্র মোদি যদি বহিরাগত হন তাহলে আপনিও তো বহিরাগত। সভা থেকে মমতাকে একহাত নেন তিনি। কর্মীসভায় উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী সহ জেলার অন্যান্য নেতৃত্বরা। পাশাপাশি বহিরাগত বিষয়ে তুলে ধরেন আরও তথ্য।

এইদিন বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আপনারা বহিরাগত বলেন, কিন্তু নন্দীগ্রামের লোকেরা কী বলছে তা জানতে হবে। নন্দীগ্রাম কিন্তু বলছে বহিরাগত নয়, মেদিনীপুরে ভূমিপুত্র চাই। অপরাধ কোথায়? নরেন্দ্র মোদি যদি বহিরাগত হন,তাহলে আপনিও তো বহিরাগত। আপনার দেখানোর রাস্তায় লোক একথা বলছে।

তারপর তিনি বলেন, আগে এই নন্দীগ্রামে সিপিআই দাঁড়াতো। এবার সিপিআইএম কাস্তে হাতুড়ি তারা নিয়ে দাঁড়িয়েছে। কার সুবিধা করার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা করার জন্য সিপিএম নন্দীগ্রামে প্রার্থী দিয়েছে, ঘরের ছেলেকে আটকানোর জন্য। যদিও নন্দীগ্রামের সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, বিজেপির বি টিম হচ্ছে তৃণমূল। কারণ তৃণমূল থেকে এখন সব বিজেপিতে যাচ্ছে। আর বিজেপি এমন একটি দল, যারা বলেছিল সারদা ও নারদা চোরদের জেলে ঢোকাবো । আর এখন বলছে ওটা জেল ছিলনা ,দল ছিল। তোমরা শুনতে ভুল করেছো। যদি গরুর গোবর থেকে সোনা বের হয়, আর সেই সোনা দিয়ে বাংলা গড়তে চান। তাহলে সেই সোনার বাংলা নন্দীগ্রামের মানুষ চায় না।

নন্দীগ্রামে নির্বাচনের প্রাক্কালে বেশ কয়েকবার এসে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বহিরাগত বলেও কটাক্ষ করেন। এবার সেই ঘটনার পরিপ্রেক্ষিতে মমতাকে শুভেন্দু তাঁর নিজের ভাষায় জবাব দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।

ABOUT THE AUTHOR

...view details