পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপিকে একটিও ভোট নয় : টিকায়েত - বিধানসভা নির্বাচন 2021

নন্দীগ্রামের সভায় দিল্লির কয়েকশো কৃষক নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর । নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তাঁর পুরানো যোগ রয়েছে । বক্তব্যের শুরুতেই রাকেশ টিকায়েত জানিয়ে দেন তাঁরা কোনও দলের হয়ে প্রচারে আসেননি ।

টিকায়েত
টিকায়েত

By

Published : Mar 13, 2021, 11:09 PM IST

নন্দীগ্রাম, 13 মার্চ : বিজেপিকে একটি ভোটও না দেওয়ার আবেদন করলেন রাকেশ টিকায়েত । নন্দীগ্রামে আয়োজিত সংযুক্ত কিষাণ মোর্চা মহাপঞ্চায়েতে বক্তব্য রাখতে গিয়ে এমনই দাবি জানালেন কৃষক নেতা রাকেশ টিকায়িত ।

নন্দীগ্রামের সভায় দিল্লির কয়েকশো কৃষক নেতার পাশাপাশি উপস্থিত ছিলেন সমাজকর্মী মেধা পাটেকর । নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তাঁর পুরানো যোগ রয়েছে । বক্তব্যের শুরুতেই রাকেশ টিকায়েত জানিয়ে দেন তাঁরা কোনও দলের হয়ে প্রচারে আসেননি । কেন্দ্র সরকারকে কটাক্ষ করে বলেন, "দিল্লিতে যারা সরকার চালান তাঁদের দেড় মাস খুঁজে পাওয়া যাচ্ছেনা । তাদের খুঁজে বেঁধে দিল্লি নিয়ে যাওয়ার জন্য এসেছেন তিনি ।" তিনি এও বলেন বাংলায় তাঁরা আছে জানতে পেরে, এখানে এসেছেন তাঁদের খুঁজতে । "আমরা দিল্লি সরকারকে খুঁজতে বাংলায় এসেছি ।" কৃষকদের দাবি যতদিন কেন্দ্র সরকার মেনে না নিচ্ছেন ততদিন কৃষকরা আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান তিনি ।

বিজেপিকে ভোট না দেওয়ার বার্তা দেন রাকেশ টিকায়েত

নন্দীগ্রামে মহাপঞ্চায়েত করার প্রসঙ্গে কৃষক নেতাদের দাবি, সিঙ্গুর নন্দীগ্রামে কৃষক আন্দোলন হয়েছিল । সেকারণে এই দু'জায়গায় মহাপঞ্চায়েত করার সিদ্ধান্ত তাঁরা নিয়েছেন । এই পঞ্চয়েত সম্পূর্ণ অরাজনৈতিক কর্মসূচি । কৃষক নেতাদের পরিস্কার কথা, তাঁরা ভোটের প্রচারে আসেননি । বিজেপি যেন জিততে না পারে, মানুষের কাছে এই একটা কথা বলতেই এসেছেন তাঁরা এই কথাই বলেন । তাঁদের আশঙ্কা, বিজেপি ক্ষমতায় এলে কৃষকদের জমি বাড়ি চলে যাবে ।

আরও পড়ুন : বিজেপিকে একটিও ভোট নয়, বিয়ের আসরে পোস্টার হাতে বর-কনে

কেন্দ্র সরকার বড় বড় শিল্পপতিদের জন্যে কাজ করছে এমনই অভিযোগ করেন কৃষক নেতা । কৃষি বিলের নামে বড় বড় শিল্পপতিদের হাতে কৃষকদের জমি তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে । আর সেই কারণেই দেশের কোনায় কোনায় আন্দোলন ছড়িয়ে দিতে হবে । এমনটাই দাবি কৃষক নেতার । সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাকেশ টিকায়েত বলেন, বিজেপিকে হারানোর জন্যে তাঁরা মানুষের কাছে এসেছেন ।

ABOUT THE AUTHOR

...view details