কাঁথি, 22 মার্চ : 24 মার্চ মোদির সভা কাঁথিতে ৷ ওইদিন বিজেপির হাইপ্রোফাইল নির্বাচনী মঞ্চে থাকতে পারেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ সোমবার এমনই ইঙ্গিত দিলেন শুভেন্দু ভ্রাতা ৷ তবে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেননি বলেও জানালেন তিনি ৷
রবিরারই শুভেন্দু-সৌমেন্দু-দিব্যেন্দুর জনক বর্ষীয়ান সাংসদ শিশির অধিকারী এগরায় অমিত শাহ-র সভায় বিজেপিতে যোগ দেন ৷ এরপর তৃণমূলে একমাত্র পড়ে থাকা অধিকারী দিব্যেন্দুকে নিয়ে জল্পনা প্রবল হয় ৷ তবে দিব্যেন্দুও কি বিজেপিতে যোগ দিতে চলেছেন?