কলকাতা, 13 মার্চ : এবারের বিধানসভা নির্বাচনে সবার নজর একটিই কেন্দ্রের দিকে ৷ আর সেই কেন্দ্রের নাম নন্দীগ্রাম ৷ কারণ, পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে মুখোমুখি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ আর সেই লড়াইয়ের বৃত্তে ঢুকে পড়েছেন সিপিএমের তরুণ-তুর্কি মিনাক্ষী মুখোপাধ্যায় ৷ ডিওয়াইএফআই-এর নেত্রী শুক্রবার হলদিয়ায় মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করেন ৷
সেই মনোনয়নে দেখা যাচ্ছে যে তিনি শেষ পাঁচ বছরে তাঁর করযোগ্য নয় ৷ রোজগারের উৎস হিসেবে দেখানো হয়েছে যে তিনি পার্টির থেকে প্রতিমাসে 5 হাজার টাকা হোলটাইমার ভাতা পান ৷ তাঁর বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে পুলিশের কাছে ৷ একটি অভিযোগ দায়ের হয়েছে পুরুলিয়া শহর থানায় ও অন্যটি দায়ের হয়েছে বিধাননগর পূর্ব থানায় ৷