পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 13, 2021, 6:58 PM IST

Updated : Mar 13, 2021, 10:35 PM IST

ETV Bharat / state

প্রতি মাসে পার্টি থেকে পাওয়া 5 হাজার টাকাই ভরসা মিনাক্ষীর

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসনে মুখোমুখি লড়াইয়ে শুভেন্দু অধিকারী ও মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ওই কেন্দ্রে সিপিএমের প্রার্থী মিনাক্ষী মুখোপাধ্যায় ৷ শুক্রবার মনোনয়ন পেশ করেছেন তিনি ৷ সেখানে তিনি জানিয়েছেন, তিনি পার্টির থেকে প্রতিমাসে 5 হাজার টাকা হোলটাইমার ভাতা পান ৷

প্রতি মাসে পার্টি থেকে পাওয়া 5 হাজার টাকাই ভরসা মিনাক্ষীর
প্রতি মাসে পার্টি থেকে পাওয়া 5 হাজার টাকাই ভরসা মিনাক্ষীর

কলকাতা, 13 মার্চ : এবারের বিধানসভা নির্বাচনে সবার নজর একটিই কেন্দ্রের দিকে ৷ আর সেই কেন্দ্রের নাম নন্দীগ্রাম ৷ কারণ, পূর্ব মেদিনীপুরের এই কেন্দ্রে মুখোমুখি লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ৷ আর সেই লড়াইয়ের বৃত্তে ঢুকে পড়েছেন সিপিএমের তরুণ-তুর্কি মিনাক্ষী মুখোপাধ্যায় ৷ ডিওয়াইএফআই-এর নেত্রী শুক্রবার হলদিয়ায় মহকুমাশাসকের কার্যালয়ে মনোনয়ন পেশ করেন ৷

মিনাক্ষী মুখোপাধ্যায়ের হলফনামা

সেই মনোনয়নে দেখা যাচ্ছে যে তিনি শেষ পাঁচ বছরে তাঁর করযোগ্য নয় ৷ রোজগারের উৎস হিসেবে দেখানো হয়েছে যে তিনি পার্টির থেকে প্রতিমাসে 5 হাজার টাকা হোলটাইমার ভাতা পান ৷ তাঁর বিরুদ্ধে দু’টি অভিযোগ রয়েছে পুলিশের কাছে ৷ একটি অভিযোগ দায়ের হয়েছে পুরুলিয়া শহর থানায় ও অন্যটি দায়ের হয়েছে বিধাননগর পূর্ব থানায় ৷

মিনাক্ষী মুখোপাধ্যায়ের হলফনামা

তাঁর হাতে নগদ অর্থের পরিমাণ 1300 টাকা ৷ তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ 1 লক্ষ 32 হাজার 198.72 টাকা৷ স্থাবর সম্পত্তি নেই ৷

তিনি 2007 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন এবং ওই বিশ্ববিদ্যালয় থেকে 2010 সালে বিএড পাস করেন ৷ তিনি সমাজসেবা করেন ৷

মিনাক্ষী মুখোপাধ্যায়ের হলফনামা

আরও পড়ুন :5 বছরে তিন লক্ষ টাকা আয় কমেছে শুভেন্দুর

Last Updated : Mar 13, 2021, 10:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details