পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির - শুভেন্দু অধিকারী

শনিবার দুপুরে কাঁথিতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ মধ্যহ্নভোজ সারেন৷ সেই সময় শিশির অধিকারী ও তাঁর কথোপকথনের একটি ভিডিও প্রকাশ্যে ৷ যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ৷

‘শুভেন্দুকে শেষ করে দিতে চায়...’ শিশির-লকেট কথোপকথন ঘিরে বিতর্ক
‘শুভেন্দুকে শেষ করে দিতে চায়...’ শিশির-লকেট কথোপকথন ঘিরে বিতর্ক

By

Published : Mar 13, 2021, 9:19 PM IST

Updated : Mar 13, 2021, 9:48 PM IST

কাঁথি, 13 মার্চ : ভোটের বঙ্গে নতুন বিতর্ক ৷ যা মাথাচাড়া দিল শনিবার দুপুরের পর থেকে ৷ এদিন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর সঙ্গে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের কথোপকথনের একটি ভিডিয়ো নিয়েই এই বিতর্ক তৈরি হয়েছে ৷

কী রয়েছে সেই ভিডিয়োতে ? সেখানে দেখা যাচ্ছে যে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে তৃণমূল সাংসদ শিশির অধিকারীর বাড়িতে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় মধ্যাহ্নভোজনে ব্যস্ত ৷ সামনেই বসে স্বয়ং শিশির অধিকারী ৷ খেতে খেতেই লকেট কথা বলছেন শান্তিকুঞ্জের কর্তার সঙ্গে ৷

লকেটকে প্রশ্ন করতে শোনা যায় যে নন্দীগ্রাম থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কেন ? উত্তরে শিশির অধিকারী বলেন, ‘‘শুভেন্দুকে শেষ করার জন্য ৷.... বেঁচে থেকে ওকে শেষ করে দিতে চায় ৷... আমার অভিষেককে শেষ করবে ৷... আমি শুভেন্দুকে শেষ করব ৷...ও শুভেন্দুকে ভয় দেখাচ্ছিল ৷’’

এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ফলে ঠিক এই ধরনের কোনও কথোপকথন হয়েছে কি না, তা নিয়ে কোনওপক্ষের কাছ থেকে কিছু জানা যায়নি ৷

শিশির অধিকারী ও লকেট চট্টোপাধ্যায়

তবে ভিডিয়োটি দেখে সামগ্রিক ভাবে মনে হয়েছে যে কথা হচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ৷ একাধারে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ আবার অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষনেত্রী ৷ তাঁর নন্দীগ্রামে প্রার্থী হওয়ার বিষয়টিই এদিন তোলেন বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ সেই প্রশ্নের উত্তরেই এই কথা বলেন বর্ষীয়ান তৃণমূল নেতা শিশির অধিকারী ৷

আরও পড়ুন :মোদির সভায় আমন্ত্রণ জানিয়ে শিশিরের শান্তিকুঞ্জে ভোজ লকেটের

উল্লেখ্য, এদিন সকালেই জানা গিয়েছিল যে শুভেন্দুর বাড়ি শান্তিকুঞ্জে যাবেন লকেট ৷ তিনি দুপুরে যান সেখানে ৷ মধ্যহ্নভোজন সারেন ৷ তার পর শান্তিকুঞ্জের কর্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারীর মায়ের হাতে সাজা পান খেয়ে বেরিয়ে আসেন ৷ সংবাদমাধ্যমের কাছে পুরোটাই সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করেন লকেট ৷

Last Updated : Mar 13, 2021, 9:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details