পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"অন্যায়-অত্যাচারের প্রতিনিধি দিদি আর সুশাসন উন্নয়নের প্রতীক মোদি" - পরিবর্তন যাত্র

কাঁথিতে বিজেপির পরিবর্তন যাত্রা থেকেও রাজ্য সরকারকে আক্রমণের সুর শোনা গেল কেন্দ্রীয় মন্ত্রীর গলায় । যদিও পালটা আক্রমণ করতে ছাড়েনি শাসকদলও ।

West Bengal Assembly Election 2021
West Bengal Assembly Election 2021

By

Published : Feb 18, 2021, 2:55 PM IST

কাঁথি, 18 ফেব্রুয়ারি : পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা কেন্দ্র থেকে পরিবর্তন যাত্রায় শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ সরঙ্গি । দক্ষিণ কাঁথির পিছাবনি বাণী নিকেতনের মাঠে শুভেন্দু অধিকারী সভা করার পর কাঁথির উদ্দেশ্য রওনা দেয় এই পরিবর্তন যাত্রা ।

নাচিন্দা মন্দিরে পুজো দেওয়ার পর শেষ হয়েছে পরিবর্তন যাত্রা । নাচিন্দা মন্দিরের পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, "অন্যায়-অত্যাচারের প্রতীক দিদি, আর সুশাসন উন্নয়নের প্রতীক মোদি । তাই পশ্চিমবঙ্গে 50 শতাংশের বেশি আসন বিজেপি পাবে এবং আমরা সরকার গঠন করব ।"

রামনগর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির পরিবর্তন যাত্রা

আরও পড়ুন : বিজেপির সরকার এলে বাংলার মানুষকে দুই হাতে লাড্ডু দেওয়া হবে

পালটা তৃণমূলের জেলার যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, "বাংলায় এসে কেন্দ্রের মন্ত্রীদের কাজ হচ্ছে ধাপ্পাবাজি কথাবার্তা বলা, জুমলাবাজি কথাবার্তা বলা, মিথ্যা কথা বলা । এরা জানে না, বলছে বাংলায় উন্নয়ন নেই বলছে । এই কেন্দ্রের সরকার মোদির সরকার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর তিন বার উন্নয়নের নিরিখে ভারত সেরা মুখ্যমন্ত্রী পুরস্কার দিয়েছে । আর সুশাসনের কথা বিজেপির মুখ থেকে না শোনাই ভাল । অন্যায় কোথায় হচ্ছে সেটা উত্তরপ্রদেশ গুজরাত গেলে বোঝা যায় ।"

ABOUT THE AUTHOR

...view details