তাজপুর, 28 ফেব্রুয়ারি: তাজপুর গভীর সমুদ্র বন্দর রাজ্য সরকার চাইলে আমরা বানিয়ে দেব । পূর্ব মেদিনীপুরে গিয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য ।
পূর্ব মেদিনীপুর গুরুত্বপূর্ণ এই জেলায় ভোটের ফসল নিজেদের ঘরে তোলার লক্ষ্য নিয়েই এ বার কেন্দ্র-রাজ্য দড়ি টানাটানি শুরু হল । কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী মনসুখ মান্ডব্য 210 বিধানসভার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর স্কুল মাঠে বিজেপির মহিলা মোর্চার মাতৃ শক্তি সম্মেলনের সমাপ্তিতে উপস্থিত ছিলেন । এরপর কাঁথির জনমঙ্গল সভাকক্ষে এক কর্মিসভায় যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''রাজ্যের মানুষ পরিবর্তন চাইছে, বাংলায় পরিবর্তন আসন্ন । গত তিনদিন ধরে আমি পশ্চিম বাংলায় আমাদের কর্মীদের উৎসাহিত করার জন্য আছি, বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করছি। বাড়ি বাড়ি যাওয়া, চায়ে পে চর্চা-সহ প্রচুর মানুষের সঙ্গে আলাপচারিতা হল । যা বুঝতে পারলাম, বাংলার মানুষ রাজনৈতিক পরিবর্তন চাইছে । বাংলার কৃষকরা নিজেদের হক পাওনা চাইছে । কৃষক সম্মান পাচ্ছে না এবং বাংলায় এতদিন কিষান নিধি প্রকল্প শুরু করা হয়নি কেন তা জানতে চাইছেন এখানকার কৃষকরা । আয়ুষ্মান ভারত প্রকল্প কেন শুরু হয়নি তা নিয়ে দুঃখ প্রকাশ করছেন বাংলার মানুষ ।''