নন্দীগ্রাম, 18 জানুয়ারি : ভোট ঘোষণা হয়নি এখনও ৷ তার আগেই হয়ে গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা৷ তবে তা শুধু হল একটি মাত্র আসনেই ৷ সোমবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের জনসভা থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন যে তিনিই এবার নন্দীগ্রামে প্রার্থী হবেন ৷
2011 সালে মুখ্যমন্ত্রী হওয়ার পর কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে উপ-নির্বাচনে জিতে বিধায়ক হয়েছিলেন মমতা ৷ 2016 সালেও ওই একই কেন্দ্র থেকে প্রার্থী হন ৷ কিন্তু এবার নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চান বলে জানিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো ৷
মঞ্চে দাঁড়িয়ে দলের শীর্ষস্তরের নেতা সুব্রত বক্সিকে উদ্দেশ্য করে তিনি জানালেন যে তাঁকে যেন নন্দীগ্রাম থেকেই প্রার্থী করা হয় ৷ তবে ভবানীপুরকেও তিনি অবহেলা করতে চান না বলেও জানিয়েছেন ৷ জনতার উদ্দেশ্যে প্রতিশ্রুতির সুরে তিনি জানিয়েছেন,ভবানীপুর থেকেও প্রার্থী হতে পারেন ৷ তবে সেখানে তিনি প্রার্থী হতে না পারলে ভালো প্রার্থী দেবেন৷
মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলার সঙ্গে সঙ্গে সুব্রত বক্সি জানিয়ে দেন যে দলনেত্রীর প্রস্তাব মেনে নিয়ে নন্দীগ্রামে তাঁকেই প্রার্থী করা হবে৷ তিনি জনতার উদ্দেশ্যে জানান যে মমতাকে জিতিয়ে যেন নজির গড়ে নন্দীগ্রাম৷