কাঁথি, 6 সেপ্টেম্বর: আসছে দুর্গাপুজো ৷ শুরু হবে 'পুজোর লড়াই' ৷ পাড়ায় পাড়ায় পুজো উদ্যোক্তাদের মধ্যে চলবে একে অপরকে টেক্কা দিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা ছিনিয়ে নেওয়ার লড়াই ৷ কিন্তু সেই লড়াই শুরুর আগে তমলুকের নিমতৌড়ির ভারত সংঘের পুজোয় শুরু হয়েছে উদ্বোধনের লড়াই ৷ মণ্ডপের ফিতে কে কাটবেন তা নিয়ে এই লড়াই এমন পর্যায়ে পৌঁছেছে যে বিষয়টি নিয়ে ভোটাভুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অর্থাৎ এই ভোটে যে গোষ্ঠী জিতবে, সেই গোষ্ঠীর নেতা করবেন এবারের ভারত সংঘের পুজোর উদ্বোধন (Puja opening of Tamluk Bharat Sangha) ৷
এই তিন গোষ্ঠীর নেতারাও 'হেভিওয়েট'৷ একদিকে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যদিকে তাঁর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী ৷ আবার আছেন অপর এক গোষ্ঠীর নেতা রাজ্যের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্রও ৷ ফলে পুজো এক, ক্লাব এক, স্থান এক কিন্তু গোষ্ঠী তিন, নেতা তিন ৷ যার নিট ফল পুজোর উদ্বোধন নিয়েও এবার ভোটাভুটি ৷ মঙ্গলবার রাতেই এই ভোট হওয়ার কথা ৷ গোষ্ঠী কোন্দল মেটাতে এমন সিদ্ধান্তই নিয়েছে ভারত সংঘ ক্লাব ৷ তার পরেই জানা যাবে কোন হেভিওয়েট নেতা এই পুজোর উদ্বোধনের সুযোগ পাবেন (voting will be held to take decision on puja opening of Tamluk Bharat Sangha) ৷
আরও পড়ুন: নালিকুলের সিংহবাড়িতে পুজোর জোগাড় করেন ছেলেরা, মেয়েরা থাকেন 'ছুটিতে'