পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সবুজায়নের বার্তা দিতে অনুষ্ঠানের আয়োজন কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থার - Kolaghat

সবুজায়নের বার্তা দিতে পরিবেশ দিবসের আগেই গতকাল বিকেলে কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে গৌরাঙ্গ ঘাটে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয় । এই অনুষ্ঠানে আম ,জাম প্রভৃতির চারা রোপন করা হয় । পাশাপাশি , আমফানের দাপটে ধ্বংস হয়ে যাওয়া বটবৃক্ষগুলিকে উত্তরীয় জড়িয়ে , রজনীগন্ধার মালা পরিয়ে ও চন্দনের ফোঁটা দিয়ে সম্মান জানানো হয় ।

Kolaghat
কোলাঘাট

By

Published : Jun 5, 2020, 11:02 AM IST

কোলাঘাট , 5 জুন : সুপার সাইক্লোন আমফান কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা তছনছ করে দিয়েছে । উপড়ে গেছে প্রচুর গাছ । ইতিমধ্যেই কলকাতা পৌরনিগমের তরফে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে । আজ বিশ্ব পরিবেশ দিবস । প্রতিবছরই পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজ্যসহ গোটা দেশজুড়ে চারাগাছ রোপন করা হয় । কিন্তু তিলে তিলে বেড়ে ওঠা সেই গাছগুলি 20 মে-র আমফানের দাপটে বহু গাছ উপড়ে গেছে । বর্তমানে সেই সবুজের শবদেহই জানান দিচ্ছে পরিবেশ দূষণের মাত্রা হঠাৎ করেই বেড়ে যাওয়ার সম্ভাবনার কথা । আর তাই কোলাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংস্থা পরিবেশ দিবসের আগে অর্থাৎ গতকাল এলাকার বাসিন্দাদের বৃক্ষরোপণের বার্তা দিতে সবুজ স্মরণে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । সামাজিক দূরত্ব মেনেই অনুষ্ঠানে খাদ্য বস্ত্র উত্তরীয় জড়িয়ে সম্মানিত করা হয় রূপনারায়ণের পাড়ে থাকা দশটি পরিণত বৃক্ষকে ।

চারা লাগানো হচ্ছে
কোলাঘাটের ওই স্বেচ্ছাসেবী সংস্থার তরফে বৃহস্পতিবার বিকেল নাগাদ সবুজায়নের বার্তা দিতে ও সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়ে যাওয়া বটবৃক্ষগুলিকে সম্মান জানাতে কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে একটি ছোটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । অনুষ্ঠানের শুরুতেই রূপনারায়ণ নদীর পাড়ে থাকা পরিণত বয়সের দশটি বৃক্ষের কাণ্ডে নতুন বস্ত্র , উত্তরীয় জড়িয়ে দেওয়ায় হয় । এরপর দীর্ঘদিন ধরে পরিবেশের ভারসাম্য রক্ষাকারী বৃক্ষগুলিকে সম্মান জানাতে পরানো হয় রজনীগন্ধার মালা । চন্দনের ফোঁটা দেওয়া হয় । শুধু কি তাই ? গাছের নৈবেদ্য হিসাবে সামনে থালায় করে সাজিয়ে দেওয়া হয় খোল , শিংকুচা ও জৈব সার । কোরোনা সংক্রমণের কথা মাথায় রেখে সীমিত সংখ্যক নৃত্যশিল্পীদের নিয়ে পরিবেশিত হয় পরিবেশ রক্ষার বার্তাবহ সঙ্গীত ও নৃত্য এবং আবৃত্তি । সবশেষে ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত গৌরাঙ্গ ঘাটে আম-জাম-পাকুড় ও ছাতিম সহ দশটি চারা রোপণ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় ।
চারা লাগানো হচ্ছে

এবিষয়ে কোলাঘাটের স্বেচ্ছাসেবী সংস্থার কর্মকর্তা অসীম দাস বলেন, "কোরোনা আতঙ্কের মধ্যেই ঘূর্ণিঝড় আমফান গোটা রাজ্যজুড়ে যেভাবে ধ্বংসলীলা চালিয়েছে , তাতে বহু গাছ ভেঙে পড়েছে । ফলে পরিবেশ দ্রুত তার ভারসাম্য হারিয়ে ফেলছে । যে কারণে পরিবেশ দিবসের আগেই মানুষকে ব্যাপক পরিমাণে বৃক্ষরোপণ করার বার্তা দিতেই এই অভিনব উদ্যোগ নিয়েছি আমরা । যেভাবে লাখ-লাখ গাছ ভেঙে পড়েছে তা আমাদের কাছে খুবই দুঃখের । সেই কারণেই আমরা একদিন আগে থেকেই বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ দিবস উদযাপনের সূচনা করলাম । আগামী এক বছর ধরে 500 টি চারাগাছ লাগিয়ে প্রকৃতিকে তার পুরাতন অবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা চালাব ।"

ABOUT THE AUTHOR

...view details