পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে শ্লীলতাহানির অভিযোগ, পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে প্রচার - Cutmoney

রাস্তার কাজ বন্ধের প্রতিবাদ করায় শ্লীলতাহানির অভিযোগ ৷ প্রতিবাদে পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা ।

ফাইল ফোটো

By

Published : Aug 13, 2019, 3:30 PM IST

কাঁথি, 13 অগাস্ট : গ্রামে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত সদস্য । এমন কী বন্ধ করার কারণ জানতে চাইলে গ্রামবাসীদের বিরুদ্ধে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি । ঘটনায় প্রতিবাদে ওই পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা । তাদের অভিযোগ, অনেকের কাছ থেকে 20000 টাকা করে মোট সতেরো লাখ টাকা কাটমানি নিয়েছে এই পঞ্চায়েত সদস্য ।

"MGN"ও " EGS" প্রকল্পের নামে কাঁথির 2 নম্বর ব্লকের বামুনিয়া ও চালতি অঞ্চলে মাঝে ঢালাই রাস্তা বানানোর জন্য এলাকার অনেকের কাছ থেকে টাকা তোলে পূর্ব ঝাওয়ার গ্রামের এই পঞ্চায়েত সদস্য । অভিযোগ, পেশায় ঠিকাদার দেবাশিস দাসের থেকে রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে প্রথমে 70 হাজার টাকা কাটমানি চাওয়া হয় । দেবাশিসবাবু 40 হাজার টাকা দিলেও বাকি 30 হাজার দিতে পারেননি । সেকারণেই না কি কাজ শুরু হলেও হঠাৎই মাঝে রাস্তার কাজ বন্ধ করে দেয় অঞ্জনা । গ্রামবাসীরা জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন জমা দিলে তাদের বিরুদ্ধে উলটে অঞ্জনা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ তোলে । তারপরই গ্রামবাসীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ও তার পদত্যাগের দাবিতে মাইক নিয়ে প্রচার করতে শুরু করে ।

অপরদিকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে অঞ্জনা মিশ্র ত্রিপাঠী । জানান, রাস্তার কাজ নিয়ম মেনে হচ্ছিল না তাই তিনি বাধা দিয়েছেন । আর যতজন তার প্রতিবাদ করছে সবাই তার বিরোধী । এর মধ্যে অনেকে আবার বহিরাগত । এই বিরোধীরা তার প্রতি ষড়যন্ত্র করে তাকে মারধর করে এবং শ্লীলতাহানির চেষ্টা করে বলে পালটা অভিযোগ তোলে অঞ্জনা ।

কাঁথি দু'নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানা জানান, গ্রামবাসীদের অভিযোগটি তিনি খতিয়ে দেখবেন । পাশাপাশি যদি বিষয়টি সত্যি হয় তাহলে এই পঞ্চায়েত সদস্য কেন এরকম করেছেন তার জন্য দলীয় পর্যায়ে একটা আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি । তবে, পক্ষান্তরে তিনি কিছুটা হলেও স্বীকার করছেন যে গ্রামবাসীদের অভিযোগ ঠিক ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details