কাঁথি, 13 অগাস্ট : গ্রামে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছেন পঞ্চায়েত সদস্য । এমন কী বন্ধ করার কারণ জানতে চাইলে গ্রামবাসীদের বিরুদ্ধে ছিনতাই ও শ্লীলতাহানির অভিযোগ তোলেন তিনি । ঘটনায় প্রতিবাদে ওই পঞ্চায়েত সদস্য অঞ্জনা মিশ্র ত্রিপাঠীর বিরুদ্ধে মাইকে প্রচার শুরু করল গ্রামবাসীরা । তাদের অভিযোগ, অনেকের কাছ থেকে 20000 টাকা করে মোট সতেরো লাখ টাকা কাটমানি নিয়েছে এই পঞ্চায়েত সদস্য ।
"MGN"ও " EGS" প্রকল্পের নামে কাঁথির 2 নম্বর ব্লকের বামুনিয়া ও চালতি অঞ্চলে মাঝে ঢালাই রাস্তা বানানোর জন্য এলাকার অনেকের কাছ থেকে টাকা তোলে পূর্ব ঝাওয়ার গ্রামের এই পঞ্চায়েত সদস্য । অভিযোগ, পেশায় ঠিকাদার দেবাশিস দাসের থেকে রাস্তা তৈরি করে দেওয়ার নাম করে প্রথমে 70 হাজার টাকা কাটমানি চাওয়া হয় । দেবাশিসবাবু 40 হাজার টাকা দিলেও বাকি 30 হাজার দিতে পারেননি । সেকারণেই না কি কাজ শুরু হলেও হঠাৎই মাঝে রাস্তার কাজ বন্ধ করে দেয় অঞ্জনা । গ্রামবাসীরা জুনপুট কোস্টাল থানায় ডেপুটেশন জমা দিলে তাদের বিরুদ্ধে উলটে অঞ্জনা শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ তোলে । তারপরই গ্রামবাসীরা অভিযোগ তুলে নেওয়ার জন্য ও তার পদত্যাগের দাবিতে মাইক নিয়ে প্রচার করতে শুরু করে ।