পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Saumen Mahapatra: মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জানাতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে মন্ত্রী - সৌমেন মহাপাত্র

মাতঙ্গিনী হাজরাকে (Matangini Hazra) শ্রদ্ধা জানাতে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সৌমেন মহাপাত্র (Saumen Mahapatra) ৷ রাস্তার বেহাল দশাকে কেন্দ্র করে ক্ষোভ দেখায় স্থানীয়রা ৷

ীVillagers protest before Saumen Mahapatra in Purba Medinipur
Villagers protest before Saumen Mahapatra in Purba Medinipur

By

Published : Sep 29, 2022, 7:00 PM IST

Updated : Sep 29, 2022, 7:20 PM IST

তমলুক, 29 সেপ্টেম্বর:আজ 29 সেপ্টেম্বর, ভারতের অন্যতম স্বাধীনতা সংগ্রামী বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরার (Matangini Hazra) 81তম প্রয়াণ দিবস । তাঁর বাপের বাড়ি পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার তমলুক থানার হোগলা গ্রামে ৷ পার্শ্ববর্তী আলিনান গ্রামে তাঁর শ্বশুরবাড়ি রয়েছে ।

প্রতিবছর এই দুই গ্রামে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা শ্রদ্ধা জানাতে আসেন । এ দিনও রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র হোগলা ও আলিনান গ্রামে শ্রদ্ধা জানাতে আসেন । প্রথমে কাঁকটিয়া থেকে মোটর সাইকেল র‍্যালি করে দুটি গ্রামে গিয়ে শ্রদ্ধা জানান ।

তবে এদিন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র মাতঙ্গিনী হাজরার বাপের বাড়ি হোগলায় যাওয়ার সময় তাঁকে ঘিরে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন (Villagers protest before Saumen Mahapatra) । তাদের দাবি, আদর্শ গ্রাম হিসেবে পরিচিত আলিনান ও হোগলা গ্রাম । কিন্তু হোগলা গ্রামের প্রবেশ পথের অত্যন্ত বেহাল দশা । প্রায় 500 মিটার রাস্তার কাজ হয়নি । আর সেজন্যই ক্ষিপ্ত গ্রামবাসীরা সৌমেন মহাপাত্রকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেন । পরে অবশ্য তমলুকের বিধায়ক আশ্বাস দেন দ্রুত রাস্তার কাজ করার ব্যবস্থা হবে ।

মাতঙ্গিনী হাজরাকে শ্রদ্ধা জ্ঞাপনে এসে গ্রামবাসীদের ক্ষোভের মুখে সৌমেন

আরও পড়ুন:আরও এক 'প্রতারকের' হদিশ ! কলকাতা, বিধাননগরে যৌথ অভিযান ইডি-পুলিশের

উল্লেখ্য, মাতঙ্গিনী হাজরা ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী এক মহান বিপ্লবী নেত্রী। 17 নভেম্বর 1870 সালে জন্মগ্রহণ করেন তিনি ৷ 1942 খ্রিস্টাব্দের আজকের দিনে মেদিনীপুর জেলার তমলুক থানার সামনে গুলিবিদ্ধ শহিদ হন মাতঙ্গিনী হাজরা । তিনি 'গান্ধিবুড়ি' নামে পরিচিত ছিলেন ।

Last Updated : Sep 29, 2022, 7:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details