পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অনলাইনে শুনানি তমলুক জেলা আদালতে - তমলুকে প্রথমবার ভিডিয়ো কনফারেন্স শুনানি

প্রথমবার অনলাইনে শুনানি হল তমলুক জেলা আদালতে।

verdict in email for the first time Tamluk
তমলুকে

By

Published : Apr 23, 2020, 12:24 AM IST

তমলুক, 22 এপ্রিল: কোরোনার সংক্রমণ ও লকডাউনের জেরে আগেই অনলাইনে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সংক্রমণ রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। যা ইতিমধ্যে রাজ্যের কয়েকটি আদালতে শুরু হয়ে গিয়েছে।

বুধবার প্রথমবার অনলাইনে শুনানি হল তমলুক জেলা আদালতে। একটি অপহরণের মামলার শুনানি হয়। অনলাইনে দু'পক্ষের বক্তব্য শোনেন বিচারক অর্ঘ আচার্য। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক 5 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।

বিচার শেষে ইমেল-এ রায় দেন বিচারক অর্ঘ আচার্য। বুধবার তাঁর চেম্বারে বসেই অনলাইনে দু'পক্ষের বক্তব্য শোনেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details