তমলুক, 22 এপ্রিল: কোরোনার সংক্রমণ ও লকডাউনের জেরে আগেই অনলাইনে বিচার প্রক্রিয়া চালানোর নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সংক্রমণ রুখতেই এই নির্দেশ দেওয়া হয়েছিল। যা ইতিমধ্যে রাজ্যের কয়েকটি আদালতে শুরু হয়ে গিয়েছে।
অনলাইনে শুনানি তমলুক জেলা আদালতে - তমলুকে প্রথমবার ভিডিয়ো কনফারেন্স শুনানি
প্রথমবার অনলাইনে শুনানি হল তমলুক জেলা আদালতে।
![অনলাইনে শুনানি তমলুক জেলা আদালতে verdict in email for the first time Tamluk](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-6901935-338-6901935-1587580471842.jpg)
তমলুকে
বুধবার প্রথমবার অনলাইনে শুনানি হল তমলুক জেলা আদালতে। একটি অপহরণের মামলার শুনানি হয়। অনলাইনে দু'পক্ষের বক্তব্য শোনেন বিচারক অর্ঘ আচার্য। উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিচারক 5 হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন।
বিচার শেষে ইমেল-এ রায় দেন বিচারক অর্ঘ আচার্য। বুধবার তাঁর চেম্বারে বসেই অনলাইনে দু'পক্ষের বক্তব্য শোনেন তিনি ।