কোলাঘাট, 8 জুলাই: করোনা প্যানডেমিক পরিস্থিতিতে মানুষের কাছে অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে করোনার ভ্যাকসিন । এবার করোনা ভ্যাকসিন কালো বাজারির অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের কোলাঘাটের যশড় এলাকার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের বিরুদ্ধে । ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এলাকায় বিক্ষোভ দেখায় । রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা ।
বুধবার এলাকাবাসীদের অনেককেই ভ্যাকসিনের তারিখ দেওয়া হয়েছিল, স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের তরফে । ভ্যাকসিনের তারিখ হয়ে যাওয়া সত্ত্বেও ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। শুধু তাই নয়, স্থানীয়দের পক্ষ থেকে টাকা হাতে বিক্ষোভও দেখানো হয় । অবরোধকারীরা বলেন, "মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যদি ভ্যাকসিন দিতে না পারে সরকার, তাহলে আমরা পয়সা দিতেও প্রস্তুত । মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন টাকা নিয়ে ভ্যাকসিন দিক সরকার ।"