পূর্ব মেদিনীপুর, 8 নভেম্বর: শিক্ষকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ক্রমশই দানা বাঁধছে রহস্য (Teacher Unnatural Death) ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার দেঁড়িয়াচক গ্রামের ঘটনা ৷ সম্প্রতি শিক্ষক বাপ্পা বর্মনের ফোনে একটি মেসেজ আসে ‘ভুল শিক্ষক’ ৷ পরে লেখা, চাকরিও চলে যেতে পারে ৷ এই ঘটনার কয়েকদিন পর অর্থাৎ মঙ্গলবার সকালে ওই শিক্ষকের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷
স্থানীয় সূত্রে খবর, এই গ্রামের বাসিন্দা বাপ্পা বর্মন কয়েক বছর আগে কাঁথির ভবানীপুর এলাকায় অঘোর চাঁদ হাইস্কুলের শিক্ষকতা করতেন। মঙ্গলবার সকালে নিজের বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয় ওই শিক্ষকের ৷ সেই সময় তাঁর বাড়িতে কেউ ছিলেন না ৷ স্থানীয় বাসিন্দাদের কথায়, কয়েকদিন আগেই বাপ্পা বর্মনের ফোনে একটি মেসেজ আসে ৷ সেই মেসেজে লেখা থাকে সে ‘ভুল শিক্ষক, তার চাকরি চলে যাবে।